‘চীনের সঙ্গে আমাদের অর্থনীতির সম্পর্ক, ভারতের সঙ্গে রক্তের’

কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক। ফাইল ছবি

কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ভারত-বাংলাদেশের সম্পর্কে কোনো সমস্যা তৈরি করবে না। চীনের সঙ্গে সুসম্পর্ক ভারতের সঙ্গে সম্পর্কের কোনো অবনতি ঘটাবে না। ফলে ২ দেশের সঙ্গেই আমাদের সম্পর্ক ভালো থাকবে।

তিনি বলেন, 'বাংলাদেশ সরকার সব দেশের সঙ্গেই সুসম্পর্ক বজায় রাখতে চায়। চীনের সঙ্গে আমাদের অর্থনীতির সম্পর্ক, ভারতের সঙ্গে রক্তের সম্পর্ক- এ সম্পর্ক বজায় থাকবে।'

আজ শনিবার দুপুরে রাজশাহী সিটি কর্পোরেশনের গ্রীন প্লাজায় আয়োজিত ভারতীয় অতিথিদের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী।
 
রাজশাহীতে অনুষ্ঠিত ৪ দিনব্যাপী বাংলাদেশ-ভারত পঞ্চম সাংস্কৃতিক মিলন মেলায় আগত ভারতের ৩৬ জন প্রতিনিধিকে সংবর্ধনা প্রদান করা হয়।

আব্দুর রাজ্জাক বলেন, 'এ সাংস্কৃতিক মিলন মেলা দুদেশের সম্পর্কের আরও উন্নতি ঘটাবে। দুদেশের মধ্যে আভ্যন্তরীণ যোগাযোগ দৃঢ় করবে। সম্পর্কের উন্নতি ঘটলে কোনো অপশক্তি আমাদের এই অঞ্চলে কেনো প্রভাব ফেলতে পারবে না।'

সাংস্কৃতিক মিলন মেলা উপলক্ষে ভারতের ত্রিপুরা রাজ্য সরকারের মন্ত্রী রামপ্রসাদ পাল, শিল্পী-সাংস্কৃতিক কর্মীসহ ৩৬ জনের প্রতিনিধি দল এসেছে। মিলন মেলায় অংশ নিয়েছেন ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

মিলন মেলায় আরও অংশ নিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলমসহ দেশের কয়েকজন সংসদ সদস্য ও বিশিষ্ট ব্যক্তিরা। সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

বিকেলে রাজশাহী কলেজ মাঠে ২ দেশের শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

এর আগে, সকালে নগরীর সিঅ্যান্ডবি মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরাল ও কাদিরগঞ্জে জাতীয় ৪ নেতার অন্যতম শহীদ এ এইচ এম কামারুজ্জামানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন ২ দেশের অতিথিরা।

Comments

The Daily Star  | English

Govt to review media outlets owned by AL ministers, MPs

The adviser made these remarks during a stakeholders' meeting of the Department of Films and Publications

49m ago