বন্যায় আ. লীগ সরকার জনগণের পাশে নেই: গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, চলমান ভয়াবহ বন্যায় সরকার জনগণের পাশে নেই। সিলেট যখন ডুবছিল তখন সরকার পদ্মা সেতু উদ্বোধনের নামে বিদেশি শিল্পী এনে নাচ গান করে জনগণের সঙ্গে তামাশা করেছে। সরকার জনগণের জান মালের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। বন্যার পর একদা আন্দোলনের মাধ্যমে এই ব্যর্থ লুটেরা বাকশালী সরকারের পতন ঘটানো হবে।
গয়েশ্বর চন্দ্র রায় সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় ডা. জোবাইদা রহমানের পক্ষে ত্রাণসামগ্রী বিতরণ করেন। ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, চলমান ভয়াবহ বন্যায় সরকার জনগণের পাশে নেই। সিলেট যখন ডুবছিল তখন সরকার পদ্মা সেতু উদ্বোধনের নামে বিদেশি শিল্পী এনে নাচ গান করে জনগণের সঙ্গে তামাশা করেছে। সরকার জনগণের জান মালের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। বন্যার পর একদা আন্দোলনের মাধ্যমে এই ব্যর্থ লুটেরা বাকশালী সরকারের পতন ঘটানো হবে।

আজ সোমবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানের পক্ষ থেকে দক্ষিণ সুরমা উপজেলার এক হাজার বানভাসি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন গয়েশ্বর চন্দ্র রায়। এসময় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ সিলেট জেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জোবাইদা রহমান ঐতিহ্যবাহী পরিবারের সন্তান। উনার পূর্ব পুরুষরা যেভাবে দেশের মাটি ও মানুষের কল্যাণে কাজ করেছেন, তিনিও যেকোনো দুর্যোগে মানুষের পাশে দাঁড়ান। কিন্তু দুঃখের বিষয় এই স্বৈরাচারী সরকার উনার নামেও মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। দেশের জনগণ একদিন এর দাঁতভাঙা জবাব দেবে।

তিনি বলেন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। কিন্তু এই আওয়ামী লীগ সরকার হচ্ছে লুটপাটকারী,ধর্ষণকারী, টাকা পাচার, নারী ও শিশু পাচারকারীদের জন্য। তারেক রহমানের নির্দেশে আমরা বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছি। আমরা গত ১২ বছর ধরে সরকারের মামলা, হামলা, পুলিশের পয়সা (ঘুষ) জোগাড় করতে করতে নিঃস্ব হয়ে গেছি। আপনারা পানিবন্দি আর আমার আপনার নেত্রী গৃহবন্দী। আমাদের নেতা তারেক রহমান যুক্তরাজ্যে মানবেতর জীবনযাপন করছেন। তারপরও সেখান থেকে দেশের মানুষের কল্যাণের কথা ভাবছেন, দেশের জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার কথা ভাবছেন, গণতন্ত্র ফেরাতে কাজ করছেন। 

গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনতে হলে আন্দোলনের বিকল্প নেই মন্তব্য করে গয়েশ্বর বলেন, আমরা যদি আমাদের নেতা তারেক রহমানকে নিরাপদে দেশে ফিরিয়ে আনতে চাই, তাহলে আমাদের আন্দোলন করতে হবে। আমি বিশ্বাস করি, তিনি যেখানেই থাকুক আমরা যদি তার নির্দেশনা শতভাগ বাস্তবায়ন করতে পারি, তাহলে এই সরকার থাকবে না।

Comments