বাসায় আইসোলেশনে খালেদা জিয়া, নতুন কোনো জটিলতা নেই
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার গুলশানের বাসায় আইসোলেশনে আছেন। হাসপাতাল থেকে বাসায় নেওয়ার পর নতুন করে তার বড় ধরনের কোনো জটিলতা দেখা যায়নি বলে জানিয়েছেন তার মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
আজ রোববার সকালে তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'একটু আগেই খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আমার কথা হয়েছে। ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, করোনার কারণে বিএনপি চেয়ারপারসনকে বাসায় আইসোলেশনে রাখা হয়েছে। বর্তমানে তিনি স্কয়ার হাসপাতালের চিকিৎসক রায়হান রাব্বির তত্ত্বাবধানে আছেন।'
শায়রুল কবির খান আরও বলেন, 'ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, বাসায় নেওয়ার পর নতুন করে খালেদা জিয়ার বড় ধরনের কোনো জটিলতা দেখা যায়নি। তিনি নিয়মিত খাওয়া-দাওয়া করছেন, কথা বলছেন। বাসায় কর্মরত ব্যক্তিগত সহকারীরা তাকে সার্বক্ষণিক দেখাশোনা করছেন।'
অসুস্থ হয়ে টানা ২ সপ্তাহ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত শুক্রবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে বাসায় ফিরেন খালেদা জিয়া।
গত ১০ জুন গভীর রাতে হৃদ্রোগের সমস্যা নিয়ে এভারকেয়ারে ভর্তি হন খালেদা জিয়া। হাসপাতালে এনজিওগ্রাম করে তার হৃদ্যন্ত্রে একটি রিং পরানো হয়। চিকিৎসকরা তখন তার হৃদ্যন্ত্রে আরও দুটি ব্লক ধরা পড়ার কথাও জানিয়েছিলেন।
Comments