মানিকগঞ্জে বিএনপির সমাবেশে ছাত্রলীগ-যুবলীগের হামলার অভিযোগ

মানিকগঞ্জের হরিরামপুরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে আয়োজিত সমাবেশে ছাত্রলীগ ও যুবলীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছেন স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা।
বিএনপির অভিযোগ, সমাবেশে ছাত্রলীগ ও যুবলীগ নেতা-কর্মীরা অতর্কিত হামলা করে। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের হরিরামপুরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে আয়োজিত সমাবেশে ছাত্রলীগ ও যুবলীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছেন স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা।

মানিকগঞ্জ জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিক বিশ্বাস দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ প্রয়াত মন্ত্রী শ্রদ্ধেয় হারুনুর রশিদ খান মুন্নুর হরিরামপুরের বাসভবনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আমি বক্তব্য দেওয়ার সময় ছাত্রলীগ ও যুবলীগ নেতা-কর্মীরা অতর্কিত হামলা করে। এতে যুবদল ও ছাত্রদলের ৩ নেতা-কর্মী আহত হয়েছে। আহতদের মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।'

তবে, হামলার অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান ফিরোজ।

তিনি বলেন, 'আমাদের নেত্রীকে নিয়ে বিএনপির আলোচনা সভায় কটুক্তি করা হয়েছে। আমরা তার প্রতিবাদ করেছিলাম। এ সময় ছাত্রদল ও যুবদলের সদস্যরা আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা করে। আমরা তাদের ওপর হামলা করিনি।'

উপজেলা যুবলীগের আহ্বায়ক আমিনুর রহমান চৌধুরী মিল্টনের মুঠোফোন যোগাযোগ করা হলেও তার নাম্বারটি বন্ধ পাওয়া গেছে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রব বলেন, 'আমি একটু উপজেলার বাইরে ছিলাম। আমি শুনেছি এ ধরনের একটি ঘটনা ঘটেছে। তবে, আমি সুনির্দিষ্ট করে কিছু বলতে পারছি না।'

আহত ডিএসবির পুলিশ সদস্য ফজলুর রহমান বলেন, 'আলোচনা সভায় ৪০-৫০ জন হামলা করে। দু'গ্রুপের মাঝখানে থাকায় আঘাত পেয়েছে। পরে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে চিকিৎসা নিয়েছি।'

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম বলেন, 'ডিএসবির সদস্য ফজলুর রহমান দু'গ্রুপের হাতাহাতিতে আহত হয়েছেন। তবে, সেখানে কারা হামলা করেছেন সে বিষয়ে আমি কিছু জানি না।'

Comments