রাজনীতি

সরকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না: সিপিবি

খাগড়াছড়ির মহালছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৩৭ পরিবারের ওপর হামলা, বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দোষীদের শাস্তি দাবি করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির লোগো

খাগড়াছড়ির মহালছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৩৭ পরিবারের ওপর হামলা, বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দোষীদের শাস্তি দাবি করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

বৃহস্পতিবার সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে হামলা ও বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। 

বিবৃতিতে নেতারা বলেছেন, আমরা জানতে পারলাম গত ৫ জুলাই মহালছড়িতে আদিবাসীদের জায়গাজমি, সম্পত্তি দখল এবং জাতিগত নিষ্পেষণ চালানোর উদ্দেশ্যে স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে একের পর এক এ ধরনের হামলা, অপহরণের ঘটনা পাহাড়ে ঘটে চললেও তাদের নিরাপত্তা সরকার নিশ্চিত করতে পারছে না। 

বিবৃতিতে নেতারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করে বলেন, রাষ্ট্রের সব জনগণের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। দেশের সব জায়গায়, সব মানুষের নিরাপদ ও স্বাধীন জীবনযাপনের পরিবেশ জনগণের মৌলিক অধিকার। 

বিবৃতিতে এসব অন্যায় নিপীড়নের বিরুদ্ধে, গণতন্ত্রহীনতার বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ গণতান্ত্রিক সংগ্রাম গড়ে তুলতে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।
 

Comments