সারাদেশে বাম জোটের আধাবেলা হরতাল চলছে, পল্টন মোড় অবরোধ

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সারাদেশে অর্ধদিবস হরতাল পালন করছে বাম গণতান্ত্রিক জোট (এলডিএ)। সকাল থেকেই পল্ট মোড় অবরোধ করে রেখেছেন হরতাল সমর্থকরা।
আজ সোমবার ৮টি বামপন্থী রাজনৈতিক দলের জোট এলডিএ সকাল ৬টা থেকে এই হরতাল শুরু করে। চলবে দুপুর ১২টা পর্যন্ত।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণ করে এমন 'ব্যবসায়ীদের সিন্ডিকেট' ভাঙ্গা এবং প্রকৃত ব্যক্তিদের রেশন কার্ড প্রদানের দাবিতে এই হরতাল পালিত হচ্ছে।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি দ্য ডেইলি স্টারকে বলেন, 'রাজধানীর মিরপুর এলাকায় হরতালের সমর্থনে বাম জোটের নেতা-কর্মীরা মিছিল বের করলে পুলিশ ৯ জনকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া সারাদেশে মিছিলে বাধা ও হামলার খবর পাচ্ছি।'
সরেজমিনে দেখা যায়, হরতালের সমর্থনে সিপিবি, বাসদ, গণসংহতি আন্দোলন ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীরা মিছিল করছেন। মিছিলটি মতিঝিল, গুলিস্তান, বিজয়নগর ঘুরে আবার পল্টনে এসে শেষ হয়।
এদিকে বাম জোটের হরতালকে কেন্দ্র করে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পল্টন এলাকায় অবস্থান নিয়েছেন।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক এলডিএ-র নেতাও রুহিন হোসেন প্রিন্স বলেন, 'আমরা শান্তিপূর্ণভাবে হরতাল পালন করছি। মানুষ রাস্তায় নেমে এসেছেন। হরতালে কোনো ধরনের উস্কে দেবেন না।'
Comments