রামপুরায় শিশু গৃহকর্মীর মরদেহ উদ্ধার

রাজধানীর রামপুরায় ১২ বছর বয়সী এক শিশু গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেলে পূর্ব হাজীপাড়া এলাকায় এক ব্যারিস্টার দম্পতির ফ্ল্যাট থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিয়োগকর্তাদের বরাত দিয়ে ওসি জানান, ওই বাসায় ২ জন গৃহকর্মী ছিল। দুপুর ৩টার দিকে ওই শিশুটি ঘরের জানালায় একটি স্কার্ফ বেঁধে তাতে ঝুলে আত্মহত্যার চেষ্টা করে।
তাকে উদ্ধার করে গৃহকর্তারা স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে বিকেল সাড়ে ৫টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহত ইতি কিশোরগঞ্জের ইটনা এলাকার বাসিন্দা। গত প্রায় এক মাস আগে তাকে এই বাসার গৃহকর্মী হিসেবে আনা হয়।
Comments