রেলওয়ে কর্মীদের ওপর হামলা ঘটনায় বিচার দাবি

চট্টগ্রামে রেলওয়ে কর্মীদের ওপর হামলা ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ রেলওয়ে ডিপ্লোমা প্রকৌশলী সমিতি।
আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত সিআরবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে সংগঠনটির নেতাকর্মীরা।
এ বিষয়ে রেলওয়ে ডিপ্লোমা প্রকৌশলী সমিতির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আনোয়ারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমাদের বিদ্যুৎ শ্রমিকদের ওপর বার বার হামলা হচ্ছে। প্রতিবারই আমাদের ওপর হামলার করে পার পেয়ে যায় হামলাকারীরা। এর আগেও অনেক ঘটনা ঘটেছে। কোনোটির বিচার হয়নি।'
এ ছাড়া, সিআরবি এলাকার অবৈধ তুলাতলি বস্তি উচ্ছেদ না হলে লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ারও হুমকি দেন তিনি।
কর্মসূচিতে বক্তব্য দেন সংগঠনের নেতা প্রকৌশলী মো. রাজিব, মো. রিপন মিয়া, মো. শাহরিয়া আজাদ হানিফ ও মো. শাহিনুর প্রমুখ।
এরপর দুপুর ২টার দিকে হামলাকারীদের বিচারের দাবিতে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন বরাবর ৪ দফা দাবিতে স্মারকলিপি দেন আন্দোলনকারীরা।
দাবিগুলোর মধ্যে আছে, হামলকারীদের বিচার, রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করা, রেলওয়ের জায়গায় গড়ে উঠা অবৈধ বস্তি উচ্ছেদ এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করা।
২ ঘণ্টা বিদ্যুতবিহীন সিআরবি
বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা সিআরবিতে অবস্থান কর্মসূচিতে যোগ দেওয়ার কারণে রেলওয়ের সিআরবি এলাকায় প্রায় ২ ঘণ্টা বিদ্যুৎ ছিল না। ফলে সেবা দিতে গিয়ে ভোগান্তি পোহাতে হয়েছে রেলওয়ের বিভিন্ন দপ্তরের কর্মীদের।
নাম প্রকাশে অনিচ্ছুক জনসংযোগ শাখার একজন কর্মী দ্য ডেইলি স্টারকে জানান, সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত বিদ্যুৎ ছিল না। তখন কম্পিউটারে কাজ করা সম্ভব হয়নি।
রেলওয়ের প্রধান বৈদ্যুতিক প্রকৌশলী (পূর্ব) অজয় কুমার পোদ্দার দ্য ডেইলি স্টারকে বলেন, 'কর্মীরা আন্দোলনে যোগ দেওয়াতে প্রায় ২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। পরে বিদ্যুৎ সরবরাহ সচল করা হয়েছে।'
এর আগে সোমবার সকালে সিআরবি এলাকায় তুলাতুলি বস্তিতে বিদ্যুতের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে হামলার শিকার হন রেলের ৯ জন কর্মী। এই ঘটনায় কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।
Comments