‘লকডাউনে বের হইনি, বের হওয়ার পর লকডাউনে পড়েছি’
চৌদ্দ দিনের কঠোর লকডাউন আজ শুক্রবার ভোর ৬টা থেকে শুরু হয়ে গেছে, এখনো দৌলতদিয়া ঘাটে আটকা পড়েছে শত শত গাড়ি।
আজ সকালে দৌলতদিয়া ঘাটে এ দৃশ্য দেখা গেছে।
যাত্রীদের কাছে লকডাউনে কেন বের হয়েছেন জানতে চাওয়া হলে তারা দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, লকডাউনে বের হয়নি বের হওয়ার পর লকডাউনের মধ্যে পড়েছি।
লকডাউনের কারণে ইদের ছুটি থাকতেই কর্মস্থলে ফিরে যেতে হচ্ছে। যেহেতু কোনো গণপরিবহন খোলা খাকবে না এবং অফিস খোলা থাকবে তাই আগেভাগেই ফিরতে হচ্ছে।
দৌলতদিয়া ঘাটে যাত্রীবাহী গাড়ির পাশাপাশি পণ্যবাহী গাড়িও আটকা পড়তে দেখা গেছে।
মেহেরপুর থেকে আসা ইয়াসমিন দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, তিনি দুই শিশু সন্তানসহ গতকাল বৃহস্পতিবার রাত ১০টায় গাড়িতে উঠেন এবং দৌলতদিয়ায় পৌঁছান মধ্যরাত ১২টায়। সারা রাত বসে থাকার পরও তিনি ফেরিতে উঠতে পারেননি।
মাগুরার জয়নাল মিয়া ডেইলি স্টারকে জানিয়েছেন, তিনি মাগুরা থেকে উঠেছেন রাত ৯টায় এবং ঘাটে পৌঁছেছেন রাত ১১টায়। অফিস খোলা থাকায় তাকে ঢাকা পৌঁছাতে হবে।
তিনি বলেন, 'গণপরিবহন কম থাকায় ভেঙে ভেঙে আসতে হয়েছে। ভেবেছিলাম আজ শুক্রবার ভোরেই ঢাকা পৌঁছাতে পারবো কিন্তু, এখনো ঘাট পার হতে পারলাম না। জানি না পথে কোথায় আটকে থাকতে হবে।'
নাম প্রকাশে অনিচ্ছুক এক চাকরিজীবী ডেইলি স্টারকে বলেন, 'যশোর থেকে গতকাল রাত ১১টায় ঢাকার উদ্দেশে রওনা হয়েছি। আজ সকাল ৭টায় ফেরি পার হতে পারিনি।'
'আমরা লকডাউনে বের হইনি, বের হওয়ার পর লকডাউনে পড়েছি,'যোগ করেন তিনি।
Comments