শতভাগ আসনে যাত্রী নিয়ে ট্রেন চলবে বুধবার থেকে

সব আসনে যাত্রী নিয়ে ট্রেন চলাচল শুরু হবে আগামী বুধবার থেকে। আজ সোমবার বাংলাদেশ রেলওয়ে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
এক্ষেত্রে স্বাভাবিক সময়ের মতো অর্ধেক আসনের টিকেট অনলাইনে পাওয়া যাবে। বাকি অর্ধেক আসনের টিকেট পাওয়া যাবে রেল স্টেশনের কাউন্টার থেকে।
বিজ্ঞপ্তিতে রেল কর্তৃপক্ষ বলেছে, যাত্রীদের চাহিদা পূরণে সব ট্রেন শতভাগ আসনে যাত্রী নিয়ে চালানোর সিদ্ধান্ত হয়েছে। স্বাস্থ্যবিধির খেয়াল রেখে আসনবিহীন টিকিট ও প্ল্যাটফর্ম টিকিট বিক্রি সম্পূর্ণ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। এছাড়া আন্তনগর ট্রেনে খাবার ও রাতে বেডিং সরবরাহ করা হবে।
Comments