শাহজাহানপুরের অগ্নিদগ্ধ সেই গৃহবধূর মৃত্যু

রাজধানীর শাহজাহানপুর এলাকার অগ্নিদগ্ধ গৃহবধূ পাপিয়া সারোয়ার মিম (১৭) মারা গেছেন। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার ভোর ৫টা ৪৫ মিনিটে তার মৃত্যু হয়।
বার্ন ইনস্টিটিউট
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভবন। ফাইল ছবি

রাজধানীর শাহজাহানপুর এলাকার অগ্নিদগ্ধ গৃহবধূ পাপিয়া সারোয়ার মিম (১৭) মারা গেছেন। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার ভোর ৫টা ৪৫ মিনিটে তার মৃত্যু হয়।

বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. মো. আইউব হোসেন এ তথ্য দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, মিমের শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। তিনি অন্তঃসত্ত্বা ছিলেন।

গত ২৮ মে দুপুরের দিকে মিমকে হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিনই তার স্বামী রাম্মিমকে হাসপাতাল থেকে আটক করে পুলিশ।

মিমের মা পারভিন আক্তার জানান, ৩ মাসের অন্তঃসত্ত্বা মিম শাহজাহানপুর এলাকার একটি বেসরকারি কলেজে এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। ৩ বছর আগে তার বিয়ে হয়। কিছুদিন ধরে মিম ও তার স্বামীর মধ্যে কলহ চলছিল।

'শনিবার দুপুরে জানতে পারি মিম তার শরীরে আগুন দিয়েছে। হাসপাতালে এসে মেয়েকে দগ্ধ অবস্থায় পেয়েছি। জামাইয়ের মানসিক নির্যাতনে সে নিজের গায়ে আগুন দিয়েছে', যোগ করেন তিনি।

ওই দিন বার্ন ইনস্টিটিউটে মিমের স্বামী রাম্মিম জানান, ঘটনার আগের রাতে তাদের ঝগড়া হয়। সে কারণে মিম নিজের গায়ে আগুন দেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, শাশুড়ির অভিযোগের ভিত্তিতে ঘটনার দিনই রাম্মিমকে হাসপাতাল থেকে আটক করে শাহজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে। পরে তার নামে মামলা হলে সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

Comments