জুরাইনে তিতাসের পাইপলাইন সংস্কারের সময় দগ্ধ ৬

রাজধানীর জুরাইন এলাকায় গ্যাস পাইপলাইন সংস্কার কাজ করার সময় ৬ জন দগ্ধ হয়েছেন। আজ শনিবার ভোরারাতে জুরাইন কবরস্থানের পাশে এ দুর্ঘটনা ঘটে।
শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভবন। ফাইল ছবি

রাজধানীর জুরাইন এলাকায় গ্যাস পাইপলাইন সংস্কার কাজ করার সময় ৬ জন দগ্ধ হয়েছেন। আজ শনিবার ভোরারাতে জুরাইন কবরস্থানের পাশে এ দুর্ঘটনা ঘটে।
 
দগ্ধ শ্রমিকরা হলেন—সিরাজুল ইসলাম (২০), খলিলুর রহমান (৪৫), জুম্মন (১৯), আজিজুল হক (৬৫), আব্দুর রহমান (৬০) ও জিহাদ ওরফে নোমান (১৯)। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

জুম্মন ছাড়া সবাইকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ইনস্টিটিউটের আবাসিক সার্জন এসএম আইয়ুব হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, তাদের শরীরের ৭ থেকে ৩০ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে।

শ্রমিকদের নেতা সেলিম মিয়া হাসপাতালে উপস্থিত গণমাধ্যমকর্মীদের জানান, আজ ভোররাত সাড়ে ১২টার দিকে জুরাইন কবরস্থানের পাশে শ্রমিকরা মাটি খুঁড়ছিলেন। স্থানীয় বাসিন্দারা তিতাস গ্যাস কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেছিল, ওই জায়গায় ভূ-গর্ভস্থ পাইপে ছিদ্র হয়েছে। সেটা সংস্কারে কাজ করছিলেন শ্রমিকরা। হঠাৎ পাইপলাইনে আগুন ধরে যায় এবং শ্রমিকরা দগ্ধ হন।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এ বিষয়ে অবগত না।

Comments