শাহবাগে প্রতীকী লাশের মিছিল
নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর শাহবাগে প্রতীকী লাশের মিছিল করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
আজ রোববার দুপুর ১টার দিকে তারা এ মিছিল করেন। মিছিলে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী জানান, প্রতীকী লাশের এই মিছিল শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে। মিছিলটি শাহবাগ চত্বরের কাছাকাছি এলে তাতে বাধা দেয় পুলিশ। এ কারণে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সেখানে আর অবস্থান নিতে পারেননি।
তাছাড়া, বৃষ্টিপাত অব্যাহত থাকায় শিক্ষার্থীরা পরে শাহবাগ এলাকা ত্যাগ করেন বলেও জানান তিনি।
গতকাল রাজধানীর রামপুরা ব্রিজ এলাকায় অবস্থান নিয়ে এ কর্মসূচির ঘোষণা দেন শিক্ষার্থীরা। সেসময় আজ সারাদেশে মানববন্ধন করার কথাও জানান তারা।
নিরাপদ সড়ক ও বাসে অর্ধেক ভাড়াসহ কয়েকটি দাবিতে বেশ কিছুদিন ধরে রাজধানীতে বিক্ষোভ করে আসছেন শিক্ষার্থীরা। চলমান আন্দোলনের অংশ হিসেবে কয়েক দিন ধরে তারা রামপুরা ব্রিজ এলাকায় জড়ো হয়ে কর্মসূচি পালন করছেন। শিক্ষার্থীদের টানা আন্দোলনের পরিপ্রেক্ষিতে রাজধানীতে বাসে অর্ধেক ভাড়ার দাবি মেনে নেওয়ার ঘোষণা দেয় পরিবহন মালিক সমিতি।
Comments