সাইকেল র‌্যালিতে ‘মঙ্গলযাত্রা’

মহামারির অমঙ্গলে গেল ২ বছর বাঙালির সার্বজনীন বর্ষবরণ উৎসব ছিল অনেকটা ম্রিয়মাণ। এবার মহামারির ভয় ছাপিয়ে নানা আয়োজনের ভেতর দিয়ে বঙ্গাব্দ ১৪২৯ বরণ করে নিয়েছে বাঙালি। এরমধ্যে সাইকেল র‌্যালিতে মঙ্গল শোভাযাত্রা করে ব্যতিক্রমী এক বৈশাখ উদ্‌যাপনের ঘটনা ঘটিয়েছে নড়াইলের একটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাইকেল র‌্যালিতে মঙ্গল শোভাযাত্রা করে বর্ষবরণ। ছবি: সংগৃহীত

মহামারির অমঙ্গলে গেল ২ বছর বাঙালির সার্বজনীন বর্ষবরণ উৎসব ছিল অনেকটা ম্রিয়মাণ। এবার মহামারির ভয় ছাপিয়ে নানা আয়োজনের ভেতর দিয়ে বঙ্গাব্দ ১৪২৯ বরণ করে নিয়েছে বাঙালি। এরমধ্যে সাইকেল র‌্যালিতে মঙ্গল শোভাযাত্রা করে ব্যতিক্রমী এক বৈশাখ উদ্‌যাপনের ঘটনা ঘটিয়েছে নড়াইলের একটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

পয়লা বৈশাখ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের ৩ শতাধিক শিক্ষার্থী সাইকেল র‌্যালি করে ১১টি গ্রাম প্রদক্ষিণ করে। পাড়ি দেয় ১৭ কিলোমিটার পথ। এভাবেই তারা বরণ করে নেয় বাংলা নতুন বর্ষকে।

শোভাযাত্রা শুরুর আগে স্কুলমাঠে সমবেত শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

গুয়াখোলা বিদ্যালয়ের শিক্ষার্থীদের এমন আয়োজন সাড়া ফেলে স্থানীয়দের মাঝে।

এ উপলক্ষে আজ ভোর থেকেই বৈশাখী সাজে সেজে বিদ্যালয় চত্ত্বরে হাজির হতে থাকেন শিক্ষক-শিক্ষার্থীরা। তাদের হাতে ছিল নানা রঙের প্ল্যাকার্ড-ফেস্টুন। গালে ছিল আলপনার রঙ, মুখে বর্ষবরণের গান।

এ সময় চলতি পথে রাস্তার দু'পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের মাঝেও শিক্ষার্থীদের এই উচ্ছ্বাস ছুঁয়ে যায়।

গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ মণ্ডল জানান, এখানকার অধিকাংশ শিক্ষার্থী সাইকেলে চেপে স্কুলে যাতায়াত করে। তাই  ব্যতিক্রমী কিছু করার ভাবনা থেকেই এবারের বর্ষবরণে সাইকেল র‌্যালির পরিকল্পনা করা হয়।

Comments

The Daily Star  | English
Asif Nazrul

CSA must be repealed: Law Adviser Asif Nazrul

Law Adviser Asif Nazrul today said the government will scrap the controversial Cyber Security Act and formulate a new one to ensure citizens’ safety in cyberspace

12m ago