সাতক্ষীরার আদালতে ১ দিনে ৫১টি রায়

প্রতীকী ছবি

সাতক্ষীরার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালতের বিচারক মো. সালাহ উদ্দিন এক দিনে ৫১ মামলায় রায় ঘোষণা করে রেকর্ড গড়েছেন।

এর আগে কখনও অর্ধশতাধিক মামলায় ১ দিনে সাতক্ষীরার কোনো আদালতে রায় ঘোষণা হতে শোনেননি আইনজীবী ও বিচারপ্রার্থীদের কেউ।

আদালত সূত্রে জানা যায়, জ্যেষ্ঠ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালতের বিচারক মো. সালাহ উদ্দিনের আদালতে আজ মঙ্গলবার রায় ঘোষণার জন্য প্রস্তুত রাখা হয় ৫৭টি মামলা। প্রতারণা, চুরি, যৌতুক দাবি ও মারামারির এসব মামলার মধ্যে ৫১টি মামলায় রায় ঘোষণা করেন তিনি।

এর মধ্যে ৮টি মামলায় ৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন এবং অন্য ৪৩টি মামলায় সকল আসামিকে খালাস দেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গোবিন্দপুর গ্রামের সাবরিনা খাতুন, একই উপজেলার আবাদ চন্ডিপুর গ্রামের হামিদা খাতুন, পাটকেল ঘাটার নূর ইসলাম, একই থানার কুমিরা গ্রামের ফারুবা মুন্সি, পুরাতন সাতক্ষীরার আবু শাহীন শাহজাহান সরদার,বরিশাল জেলার মুলালী উপজেলার আলিমাবাদ গ্রামের সরোয়ার হোসেন, বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার কুযারিয়া গ্রামের অহিদুজ্জামান ও খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার পরানপুর গ্রামের হাবিবুর রহমান শেখ।

উল্লেখ্য, বিচারক মো. সালাহ উদ্দীন ৫ ডিসেম্বর সাতক্ষীরায় জ্যেষ্ঠ  জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে যোগ দেন। যোগ দেওয়ার পর একটি মাদক মামলায় এক আসামিকে দেওয়া সাজা প্রবেশন আইনের আওতায় স্থগিত করে নিজ বাড়িতে পারিবারিক পরিবেশে থেকে সংশোধন হওয়ার সুযোগ করে দেন তিনি।

মঙ্গলবার এক সঙ্গে ৫১ মামলায় রায় ঘোষণা করে আইনজীবীসহ বিচারপ্রার্থী মানুষের নজর কাড়েন তিনি।

সাতক্ষীরা জজ কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী খায়রুল বদিউজ্জামান ও  জিয়াউর রহমান জানান, পেশাগত জীবনে তারা কেউই সাতক্ষীরায় ৫১টি মামলার একসঙ্গে রায় ঘোষণা করার কথা শোনেনি কিংবা দেখেননি।

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis' funeral

The chief adviser is visiting the Vatican to attend Pope Francis' funeral

2h ago