সাভারে তীব্র যানজট

করোনা সংক্রমণ রোধে চলমান বিধি-নিষেধ শিথিলের দ্বিতীয় দিনে ঈদকে কেন্দ্র করে সাভারে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নবীনগর থেকে চন্দ্রা ও বাইপাইল থেকে আবদুল্লাহপুর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।
savar_jam1_16july21.jpg
বিধি-নিষেধ শিথিলের দ্বিতীয় দিনে ঈদকে কেন্দ্র করে সাভারে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ছবিটি আজ দুপুর ১২টার দিকে তোলা। ছবি: আকাশ মাহমুদ/স্টার

করোনা সংক্রমণ রোধে চলমান বিধি-নিষেধ শিথিলের দ্বিতীয় দিনে ঈদকে কেন্দ্র করে সাভারে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নবীনগর থেকে চন্দ্রা ও বাইপাইল থেকে আবদুল্লাহপুর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

ঢাকা থেকে দিনাজপুরের উদ্দেশে রওনা হয়েছেন আবু সাদিক। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গাবতলী থেকে বাসে উঠে দুই ঘণ্টা পরেও নবীনগরে পৌঁছাতে পারিনি। রাস্তায় অনেক যানজট। গাড়ি এক মিনিট চললে পাঁচ মিনিটি থেমে থাকে। ঈদ যাত্রা উপলক্ষে রাস্তায় যে বিশেষ প্রস্তুতি থাকে তেমন কিছুই লক্ষ্য করছি না।’

savar_jam_16july21.jpg
সাভারে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ছবিটি আজ শুক্রবার দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে তোলা। ছবি: আবু সাদিক/স্টার

মিরপুর থেকে বাসে উঠেছেন আলিফ নামে এক যাত্রী। তিনি বলেন, ‘গাবতলী থেকে সাভারের থানা স্ট্যান্ড আসতে আমার দুই ঘণ্টার বেশি লেগেছে। সচরাচর এখানে আসতে এক ঘণ্টার কম সময় লাগে।’

সাভারের ট্রাফিক পুলিশের পরিদর্শক আবদুস সালাম বলেন, ‘হঠাৎ করে রাস্তায় এত গাড়ি কোথা থেকে আসলো বুঝতে পারছি না। ঢাকায় কমসংখ্যক গাড়ি প্রবেশ করলেও ছেড়ে যাচ্ছে অনেক বেশি। পরিস্থিতি সামাল দিতে আজ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্যরা মাঠে কাজ করছেন।’

তিনি বলেন, ‘লকডাউনের কারণে অনেক গাড়ি আটকে ছিল। তা ছাড়া, গরুবাহী গাড়ির সংখ্যাও বেড়েছে। এ কারণেই যানজট একটু বেশি।’

Comments

The Daily Star  | English

Police see dead man running

Amin Uddin Mollah is dead and buried for two years and 10 months.

3h ago