সায়েদাবাদে দুর্বৃত্তের ছুরিকাঘাতে কাঁচামাল ব্যবসায়ী নিহত

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মোশারফ হোসেন (৪৫) নামে এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ রোববার ভোর সাড়ে ৪টার দিকে সায়েদাবাদে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে ভোর সাড়ে ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোশারফ হোসেনের বাড়ি গোপালগঞ্জের মোকসেদপুর উপজেলার গঙ্গারামপুর গ্রামে।
তার ভাগিনা শাহ জামাল জানান, মোশারফ গেন্ডারিয়ার ঘুন্টিঘর এলাকায় থাকতেন। আদা, হলুদ, মরিচ ফেরি করে বিক্রি করতেন তিনি। আজ ফজরের আজানের আগেই তিনি বাসা থেকে বের হয়েছিলেন। কিছুক্ষণ পর কয়েকজন রিকশাচালক তাকে রক্তাক্ত আহত অবস্থায় ঘুন্টিঘরের বাসায় নিয়ে আসেন। তারা জানান, সায়েদাবাদ ফ্লাইওভার ব্রিজের ঢালে কে বা কারা তাকে ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। পরে আমরা তাকে হাসপাতালে নিয়ে আসি। ধারণা করা হচ্ছে, তিনি ছিনতাইকারীর কবলে পড়েছিলেন।
ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ওই ব্যক্তির বুকে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তার মরদেহ মর্গে রাখা হয়েছে।
Comments