সীমান্ত দিয়ে অবৈধ পারাপার, সাতক্ষীরায় আটক ৬
সাতক্ষীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে পারাপারের সময় দুজন ভারতীয় নাগরিক এবং একজন মানব পাচারকারীসহ চার বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল শুক্রবার রাত ১২টার দিকে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে চার জন বাংলাদেশিকে ভারতে যাওয়ার সময় ও দুজন ভারতীয় নাগরিককে বাংলাদেশে আসার সময় আটক করা হয়।
আটকৃতরা হলেন—সাতক্ষীরা সদর উপজেলার লক্ষ্মীদাড়ি গ্রামের মো. আব্দুর রশিদ (৪৪), নড়াইল জেলার কালিয়া উপজেলার বোমবাগ গ্রামের রুবেল শেখ (৩১), একই উপজেলার বেনদারচর গ্রামের মো. নুরু খানা (৫০), খুলনার ডুমুরিয়া উপজেলার শাহাপুর গ্রামের মো. বেলাল হোসেন (২৩), ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার এয়ারপোর্ট থানার কৈখালী গ্রামের লিংকন হোসেন (২৩) ও আশিক গাজী (২২)।
বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ আল মাহমুদ বলেন, ‘সাতক্ষীরা সদর উপজেলার পদ্মশাখরা সীমান্ত দিয়ে মানব পাচারকারী আব্দুর রশিদের মাধ্যমে তিন জন বাংলাদেশিকে ভারতে যাওয়ার সময় এবং সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্ত দিয়ে দুজন ভারতীয়কে বাংলাদেশে ঢোকার সময় আটক করা হয়। তাদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।’
তিনি জানান, গত এপ্রিল থেকে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় ১০১ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ছয় জন মানব পাচারকারীসহ ৯৫ জন বাংলাদেশি নাগরিক, চার জন ভারতীয় নাগরিক ও দুজন রোহিঙ্গা রয়েছেন।
Comments