সীমিত উপস্থিতিতে অনুষ্ঠিত হবে ডিসি সম্মেলন

স্বাস্থ্যবিধি মেনে এবং সীমিত উপস্থিতি নিশ্চিত করে ১৮ জানুয়ারি থেকে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন অনুষ্ঠিত হবে।
আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'সম্মেলনটি সীমিত উপস্থিতিতে অনুষ্ঠিত হবে। শুধু গুরুত্বপূর্ণ ব্যক্তিরাই এ সম্মেলনে অংশ নেবেন।'
৩ দিনব্যাপী এই সম্মেলন ১১ জানুয়ারি হওয়ার কথা ছিল। কিন্তু পরে তা পিছিয়ে যায়। করোনা মহামারির কারণে ২০২০ ও ২০২১ সালে ডিসি সম্মেলন অনুষ্ঠিত হয়নি।
দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে ১৩ জানুয়ারি থেকে সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক সমাবেশের ওপর বিধিনিষেধ আরোপ করে আজ একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
Comments