সেগুনবাগিচায় ২ যুবকের অস্বাভাবিক মৃত্যু

রাজধানীর সেগুনবাগিচা এলাকায় দুই জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এরা হলেন— কুমিল্লার লালমাই উপজেলার উৎসব কদুয়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে সিয়াম মজুমদার (২০) ও ফরিদপুর সদরপুর উপজেলার মুন্সিডাঙ্গা গ্রামের শেখ হানিফের ছেলে রাকিব (১৭)।
সিয়াম সেগুনবাগিচায় কুরবান মোটরস নামে একটি মোটর গ্যারেজে কাজ করতেন এবং ধোলাইপাড় এলাকায় তার চাচা জহিরুল ইসলামের বাসায় থাকতেন। রাকিব বাচ্চু অটোমোবাইলস নামে একটি গ্যারেজের কাজ করতেন। থাকতেন গ্যারেজ মালিক বাচ্চুর বাসায়।
বাচ্চু তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। তিনি জানিয়েছেন, মাঝে মাঝে তারা গ্যারেজে ঘুমাতো। গত রাতে দুই গ্যারেজের সামনে তারা একটি প্রাইভেট কারের ভেতরে সামনের দুই সিটে ঘুমিয়ে ছিল। প্রাইভেট কারের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। সকাল সাড়ে ৯টার দিকে অনেক ডেকেও সাড়া না পাওয়ায় দরজা ভেঙে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। ঢামেক হাসপাতালে নেওয়া হলে সকাল ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ডেইলি স্টারকে বলেন, শাহবাগ থানা পুলিশকে অবহিত করা হয়েছে। মরদেহে কোনো আঘাতের চিহ্ন নেই। কীভাবে তাদের মৃত্যু হয়েছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
Comments