সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

রফিকুল ইসলাম ও শিরিনা আক্তার। ছবি: সংগৃহীত

সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তারা হলেন—মো. রফিকুল ইসলাম (৫২) ও শিরিনা আক্তার (৬০)।

এ নিয়ে চলতি হজ মৌসুমে সৌদি আরবে ১৫ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। তাদের মধ্যে ৫ জন নারী ও ১০ জন পুরুষ।

রফিকুল গত ৩ জুলাই ও শিরিনা গত ৭ জুলাই মারা গেছেন বলে ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা সংক্রান্ত পোর্টালে জানানো হয়েছে।

পোর্টালের তথ্য অনুযায়ী, নওগাঁর সাপাহার উপজেলার বাসিন্দা মোতালিবের পাসপোর্ট নম্বর ইএফ ০৪২০০৪০ ও হজ আইডি ০১৪২০৭০। ব্রাহ্মণবাড়িয়া সদরের বাসিন্দা শিরিনার পাসপোর্ট নম্বর ইএফ ০৮৫২৮৩৯ ও হজ আইডি নম্বর ০৫১২০০৬।

Comments

The Daily Star  | English

No one too poor to dream, no dream too big to achieve: Yunus

He says in his keynote speech at Earthna Summit 2025 in Doha

25m ago