সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

বিউটি বেগম ও মো. আব্দুল জলিল খান। ছবি: সংগৃহীত

সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তারা হলেন-বিউটি বেগম (৪৭) ও মো. আব্দুল জলিল খান (৬২)।

এ নিয়ে চলতি হজ মৌসুমে সৌদি আরবে ৬ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন।

ঢাকার বাসিন্দা বিউটি বেগমের হজ আইডি নম্বর ০৮০১০৬৩ এবং পাসপোর্ট নম্বর ইএ০০০৯৫৮৪।

রংপুরের পীরগাছার বাসিন্দা মো. আব্দুল জলিল খানের হজ আইডি নম্বর ০৬৪৬০৮১ এবং পাসপোর্ট নম্বর বিএক্স০৫৫২৬১৪।

গত মঙ্গলবার তারা দুজন মারা গেছেন বলে ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা সংক্রান্ত পোর্টালে জানানো হয়েছে।

তবে তাদের মৃত্যুর কারণ প্রাথমিকভাবে জানা যায়নি।

গত শুক্রবার মারা যান মো. হেলাল উদ্দিন মোল্লা (৬৩) ও মোসাম্মৎ রামুজা বেগম (৫৪)।

এছাড়া ১৬ জুন সৌদি আরবে মারা যান নুরুল আমিন (৬৪) এবং ১১ জুন মারা যান মো. জাহাঙ্গীর কবির।

এ বছর মোট ৫৭ হাজার ৫৮৫ বাংলাদেশি হজ পালন করতে পারবেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন হজ পালন করবেন।

Comments

The Daily Star  | English

Magura child rape case trial begins; four indicted

The court has set April 27 for the next date of hearing in the case

36m ago