হঠাৎ ভাঙনে পদ্মায় বিলীন ৩০০ মিটার এলাকা

রাজবাড়ীতে দফায় দফায় পদ্মায় ভাঙন দেখা দিয়েছে। আজ শুক্রবার বিকেল ৫টার পর হঠাৎ ভাঙনের কবলে পড়ে পদ্মায় বিলীন হয়ে গেছে ৩০০ মিটার এলাকা। ভাঙন অব্যাহত থাকলে বিলীন হতে পারে শহর রক্ষা বাঁধ।
ভাঙনের ঝুঁকিতে আছে পদ্মাপাড়ের অনেক বসতভিটা ও ব্যবসা প্রতিষ্ঠান। ভাঙন দেখা দেওয়ায় স্থানীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সরেজমিনে দেখা যায়, স্থানীয় বাসিন্দারা বসতবাড়ির আসবাবপত্র নিয়ে নিরাপদ স্থানে চলে যাচ্ছেন। শিশুরা ঘরের জিনিসপত্র নিয়ে দৌড়াদৌড়ি করছে।
চার বছরের শিশু জান্নাত তার খেলনা পুতুল কোলে নিয়ে বসে আছে। সে বলে, 'আমার আর খেলনা খুঁজে পাচ্ছি না। ওরা কোথায় থাকবে।'
সরেজমিনে আরও দেখা গেছে, পদ্মার ভাঙন শহর রক্ষা বাঁধের কাছাকাছি চলে এসেছে। বাঁধ থেকে মাত্র ১০-১২ ফুট দূরে আছে পদ্মা। ভাঙন অব্যাহত থাকলে বিলীন হতে পারে শহর রক্ষা বাঁধ।

পৌর এলাকার ৯নং ওয়ার্ডের বাসিন্দা মুক্তার ব্যাপারী বলেন, 'আজ বিকেল থেকে হঠাৎ করে ভাঙন শুরু হয়। ঘর থেকে নদী মাত্র ১০-২২ হাত দূরে। এখন তাড়াহুড়া করে সব কিছু সরিয়ে নিচ্ছি। জানি না বাড়িটা থাকবে কিনা।'
রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের উপ-নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান অংকুর বলেন, 'হঠাৎ করেই আজ বিকেলে গোদার বাজার এলাকায় ভাঙন দেখা দেয়। আমরা সঙ্গে সঙ্গে জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। সকালে জিও টিউব ফেলা হবে।'

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইমি মো. সাইফ বলেন, 'আমি ট্রেনিংয়ে আছি। বিষয়টি আমার জানা ছিল না। এখন জানতে পারলাম। ভাঙন ঠেকাতে ও ভাঙন কবলিতদের জন্য যা করার আমরা সব ব্যবস্থা করব।'
এ বিষয়ে জানতে পৌর মেয়র আলমগীর খান তিতুর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তার নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
Comments