হাওর এলাকায় সড়ক নির্মাণ না করার সিদ্ধান্ত
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, হাওর এলাকায় এখন থেকে কোনো সড়ক নির্মাণ না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তিনি।
তিনি বলেন, হাওর এলাকায় কোনো সড়ক নির্মাণ না করার জন্য সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। যদি প্রয়োজন হয় এলিভেটেড হতে পারে, তাহলে পানির প্রবাহ বাধাগ্রস্ত হবে না।
হাওর নিয়ে বিশেষ আলোচনা হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, মিঠামাইন ও অষ্টগ্রামের মধ্যবর্তী সড়কের কারণে কোনো ক্ষতি হয়েছে কি না তা খতিয়ে দেখতে সড়ক ও জনপথ বিভাগ (আরএইচডি) জরিপ করবে।
তিনি আরও বলেন, হাওরে সাধারণত ৩০ এপ্রিলের মধ্যে ধান কাটা শেষ হয়। আগামী ৮-১০ দিনের মধ্যে যদি বৃষ্টি না হয় তাহলে আশা করি কোনো সমস্যা হবে না।
Comments