হাদিসুরের পরিবারকে ১০ লাখ টাকা সহায়তা মার্চেন্ট মেরিনার্স অ্যাসোসিয়েশনের

ছবি: স্টার

যুদ্ধ কবলিত ইউক্রেনে নিহত বাংলার সমৃদ্ধি জাহাজের তৃতীয় প্রকৌশলী হাদিসুর রহমানের পরিবারকে ১০ লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন (বিএমএমওএ) ও ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশনের (আইটিএফ) সদস্যরা।

আজ শুক্রবার সকালে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ সংগঠনের চট্টগ্রাম অফিসে ১০ লাখ ২৭ হাজার ১৭৭ টাকার চেক হাদিসুরের ছোট ভাই গোলাম মাওলা প্রিন্সের হাতে তুলে দেন।

এ সময় বিএমএন ও এর সভাপতি ক্যাপ্টেন মো. আনাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. শাখাওয়াত হোসেন।

লিখিত বক্তব্যে হোসেন বাংলাদেশ শিপিং করপোরেশনের পক্ষ থেকে হাদিসুরের পরিবারকে ক্ষতিপূরণ দিতে দেরি হওয়ায় সমালোচনা করেন।

তিনি আরও বলেন, বিএসসি কর্তৃক জাহাজ পরিচালনায় যে গাফিলতি হয়েছে তার সুষ্ঠু তদন্তের জন্য বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের ন্যূনতম ২ জন প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের দাবি করেছিলেন তারা। তবে তাদের কোনো প্রতিনিধিকে তদন্ত কমিটিতে রাখা হয়নি।

নির্ধারিত ৩০ দিন পার হলেও তদন্ত কমিটি এখনো প্রতিবেদন দিতে পারেনি উল্লেখ করেন তিনি।

ক্যাপ্টেন আনাম অভিযোগ করেন, বিএসসির সিদ্ধান্ত গ্রহণে দেরি হওয়ার কারণে হাদিসুরের মৃত্যুর বিনিময়ে ওই জাহাজের বাকি ২৮ জন নাবিককে ফিরিয়ে আনতে হয়েছে।

বিএসসির ব্যবস্থাপনায় দুর্বলতা আছে অভিযোগ করে ক্যাপ্টেন আনাম বলেন, পেশালব্ধ অভিজ্ঞতা ও সংশ্লিষ্ট জ্ঞান থাকা লোকজনকেই বিএসসির সিদ্ধান্ত গ্রহণকারী পদে নিয়োগ দেওয়া উচিত।

নেতৃবৃন্দ অতি দ্রুত হাদিসুর রহমানের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান।

তারা দ্রুত সময়ের মধ্যে তদন্ত কমিটির সুষ্ঠু ও পূর্ণাঙ্গ প্রতিবেদন দেশের সংবাদমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার কাছে প্রকাশের দাবি করেন।
 

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

43m ago