হিলি সীমান্তে বিজিবি-বিএসএফ’র মিষ্টি বিনিময়

ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন ভারত সীমান্ত রক্ষিবাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ছবি: সংগৃহীত

ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন ভারত সীমান্ত রক্ষিবাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাব-পিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শূন্য রেখায় দুই বাহিনীর মধ্যে এই শুভেচ্ছা বিনিময় হয়।

ভারতের ১৮০ ব্যাটালিয়নের এসি ভারত ভূষণ ও ৬১ ব্যাটালিয়নের ভারত হিলি ক্যাম্পের ইন্সপেক্টর বিনয় কুমারের হাতে মিষ্টির প্যকেট তুলে দেন বাংলাহিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মোখলেছার রহমান। এসময় ভারতের বিএসএফ সদস্যরাও মিষ্টির প্যাকেট উপহার দেন বিজিবি সদস্যদের।

এসময় সেখানে সিপি ক্যাম্পের নায়েব সুবেদার বজলু রহমান,নায়েব সুবেদার আইয়ুব আলীসহ দুই দেশের সীমান্ত রক্ষিবাহিনীর নারী ও পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন।

হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মোখলেছার রহমান বলেন, 'দুই দেশের সীমান্ত রক্ষিবাহিনী সদস্যদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির লক্ষ্যে আমরা প্রতিটি দিবসে উভয়ে মিষ্টি উপহার দিয়ে থাকি। আজকেও ঈদুল ফিতর উপলক্ষে তাদের ৩ প্যাকেট মিষ্টি উপহার দিয়েছি পাশাপাশি তারাও ৩ প্যাকেট মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় করছেন।'

 

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis’ funeral

Chief Adviser Prof Muhammad Yunus reached Rome yesterday to attend the funeral of Pope Francis.

8h ago