১ আগস্ট থেকে খুলছে গার্মেন্টসসহ রপ্তানিমুখী শিল্পকারখানা

আগামী ১ আগস্ট থেকে গার্মেন্টসসহ দেশের রপ্তানিমুখী শিল্প কলকারখানা স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে।
স্টার ফাইল ফটো

আগামী ১ আগস্ট থেকে গার্মেন্টসসহ দেশের রপ্তানিমুখী শিল্প কলকারখানা স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে।

আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় আগামী ১ আগস্ট সকাল ৬টা থেকে রপ্তানিমুখী সব শিল্পকারখানা সরকার ঘোষিত বিধিনিষেধের আওতার বাইরে থাকবে।

উল্লেখ্য, করোনা সংক্রমণ রোধে ঈদের ছুটির পর গত ২৩ জুলাই থেকে আগামী ৫ আগস্ট পর্যন্ত দেশব্যাপী কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার।

Comments

The Daily Star  | English

Horrors inside the Gaza genocide: Through a survivor’s eyes

This is an eye-witness account, the story of a Palestinian in Gaza, a human being, a 24-year-old medical student, his real human life of love and loss, and a human testimony of war crimes perpetrated by the Israeli government and the military in the deadliest campaign of bombings and mass killings in recent history.

1d ago