২৪ নয়, ১২ ঘণ্টায় কুরবানির বর্জ্য পরিষ্কার করা হবে: মেয়র আতিক

কুরবানির বর্জ্য। ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন এলাকা থেকে কুরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণের ঘোষণা দিয়েছেন মেয়র মো. আতিকুল ইসলাম।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে নগর ভবনে আয়োজিত ১৪তম করপোরেশন সভায় তিনি এ কথা বলেন।

ডিএনসিসি মেয়র বলেন, 'প্রতিদিনের বর্জ্য প্রতিদিন অপসারণ হচ্ছে। কুরবানির বর্জ্য সরাতে ১২ ঘণ্টার বেশি লাগবে না।'

তিনি আরও বলেন, 'আমাদের পর্যাপ্ত লোকবল রয়েছে। বর্জ্য অপসারণের সঙ্গে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। বেশ কিছু ওয়ার্ডে কুরবানির জায়গাও নির্ধারণ করা আছে।'

গত ৫ জুলাই ২৪ ঘণ্টার মধ্যে কুরবানির বর্জ্য অপসারণে সিটি করপোরেশন ও সংশ্লিষ্টদের নির্দেশনা দেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।

সবার সহযোগিতা পেলে যথাসময় বর্জ্য অপসারণ করা সম্ভব উল্লেখ করে সাধারণ মানুষকে এ বিষয়ে সহযোগিতার আহ্বান জানান ডিএনসিসি মেয়র।

কুরবানির পশুর হাটে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে কাউন্সিলর ও সংশ্লিষ্ট বিভাগকে কঠোর নির্দেশনা দেন মেয়র আতিক।

তিনি বলেন, 'পশুর হাটে সকলকে স্বাস্থ্যবিধি মেনে প্রবেশ করতে হবে। মাস্ক ছাড়া কেউ হাটে প্রবেশ করতে পারবেন না।'

তিনি আরও বলেন, '৬টি পশুর হাটে ডিজিটাল পেমেন্ট বুথ স্থাপন করা হয়েছে। ডিজিটাল পেমেন্টের সুযোগ থাকায় ব্যবসায়ী ও ক্রেতারা খুব খুশি। নিরাপদ ও সহজ লেনদেন, তাৎক্ষনিক ব্যাংক একাউন্ট খোলার সুযোগ, ২৪ ঘণ্টা ব্যাংকিং সুবিধা এবং ছিনতাই, মলম পার্টির খপ্পর থেকে রক্ষায় স্মার্ট হাট চমৎকার উদ্যোগ।'

করপোরেশন সভায় কাউন্সিলর ও ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

SC clears way for holding Ducsu election on Sept 9

A seven-member bench of the Appellate Division headed by Chief Justice Syed Refaat Ahmed passed the order

2h ago