৩০ ঘণ্টা পর ছাড়লো সৌদিয়ার ফ্লাইট, হজযাত্রীদের ভোগান্তি

হজযাত্রী নিয়ে সৌদিয়ার একটি ফ্লাইট ৩০ ঘণ্টা বিলম্বে দেশ ছেড়েছে। ফ্লাইট বিলম্বের কথা আগে থেকে না জানায় বিরম্বনায় পড়েন হজযাত্রীরা।
ছবি: সামাউল হক তাসদিদ/প্লেন স্পটার্স বাংলাদেশ

হজযাত্রী নিয়ে সৌদিয়ার একটি ফ্লাইট ৩০ ঘণ্টা বিলম্বে দেশ ছেড়েছে। ফ্লাইট বিলম্বের কথা আগে থেকে না জানায় বিরম্বনায় পড়েন হজযাত্রীরা।

হজযাত্রীদের এত কষ্ট কেন দেওয়া হলো তা জানতে সৌদিয়ার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজারকে চিঠি দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

গত শুক্রবার ভোররাত সাড়ে ৩টায় সৌদিয়ার এসভি-৩৮০৯ ফ্লাইটটি ছেড়ে যাওয়ার কথা ছিল। সেটি ছেড়ে যায় আজ সকাল সাড়ে ৯টায়।

ঢাকা থেকে জেদ্দাগামী ফ্লাইটটিতে প্রায় ৪০০ জনের বেশি যাত্রী ছিলেন।

ধর্ম মন্ত্রণালয়ের পাঠানো চিঠিতে বলা হয়েছে, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের এসভি-৩৮০৯ ফ্লাইটটি কেন বিলম্বে ছেড়েছে এই কারণগুলো মন্ত্রণালয়কে অতীব জরুরি ভিত্তিতে অবহিত করার নির্দেশ দেওয়া হলো।

গত শুক্রবার সকাল থেকে সৌদিয়ার ফ্লাইটের জন্য হজক্যাম্পে উপস্থিত থাকা হজযাত্রীরা চরম ভোগান্তির শিকার হয়েছেন।

এয়ারলাইন্সের পক্ষ থেকে যাত্রীদের খাবার নিশ্চিত করাসহ কোনো ধরণের খোঁজ নেওয়া হয়নি।

তবে হজযাত্রীরা হজ অফিসে অভিযোগ জানালে গতকাল বিকেলে তাদের উত্তরার একটি হোটেলে নেওয়া হয়।

ফ্লাইট বিলম্বের কারণ জানতে সৌদি এয়ারলাইন্সের একাধিক কর্মকর্তাকে কল দেওয়া হলেও তারা তা রিসিভ করেননি।

আজ সকাল পর্যন্ত বিলম্বের কারণ ধর্ম মন্ত্রণালয়কে লিখিতভাবে জানায়নি এয়ারলাইন্সটি।

এর আগে ১৮ জুন কারিগরি ত্রুটির কারণে প্রায় ৯ ঘণ্টা দেরি করে সৌদিয়ার একটি হজফ্লাইট।

ওই ফ্লাইটের যাত্রীদের সৌদি আরব অংশের ইমিগ্রেশন বাংলাদেশে সম্পন্ন হওয়ায় হজযাত্রীদের বিমানবন্দরের একটি নির্দিষ্ট জায়গায় বসে থাকতে হয়। তাদের হাঁটাচলাও করতে দেওয়া হয়নি।

Comments

The Daily Star  | English

Ban on plastic bags a boon for eco-friendly sacks

Availability of raw materials now a challenge

1h ago