৪ দিন পর বিদ্যুৎ ফিরলো সুনামগঞ্জ শহরের একাংশে

সুনামগঞ্জ শহরের একটি অংশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে। বন্যা পরিস্থিতিতে গত বৃহস্পতিবার থেকে টানা ৪ দিন পুরো সুনামগঞ্জ জেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল।
আজ সোমবার বিকেলে সুনামগঞ্জ শহরের একাংশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।
সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মশিউর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করে জানান, বিকেল থেকে মূল শহরের অর্ধেক অংশে এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে বিদ্যুৎ সরবরাহ চালু রয়েছে।
গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর মধ্যে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়, সার্কিট হাউস, কেন্দ্রীয় কারাগার, হাসপাতালসহ বিভিন্ন সরকারি-বেসরকারি কার্যালয় রয়েছে বলেও তিনি জানান।
প্রকৌশলী মশিউর রহমান বলেন, 'আমাদের বিদ্যুৎ উপকেন্দ্র বন্যায় প্লাবিত হয়নি। কিন্তু পুরো শহর প্লাবিত হয়ে যাওয়ায় নিরাপত্তাজনিত কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে রাখতে হয়েছিল।'
তিনি আরও বলেন, 'শহরের বিভিন্ন অংশ পানি কমে আসার পরে আমরা বিদ্যুতের লাইন এবং প্রতিটি সংযোগ পরীক্ষা করে যেগুলো পানির নিচে সেগুলো বিচ্ছিন্ন করে এবং যেগুলো উপরে তা পরীক্ষা করে শহরে বিদ্যুৎ চালু করেছি। আশা করছি, দ্রুত বাকি এলাকাগুলোতে বিদ্যুৎ চালু করা যাবে।'
Comments