৬১ জেলা পরিষদে প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন সদ্য সাবেক চেয়ারম্যানরা

দেশের ৬১টি জেলা পরিষদের সদ্য সাবেক নির্বাচিত চেয়ারম্যানদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

আজ বুধবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার গত ১৭ এপ্রিল দেশের ৬১ জেলা পরিষদ বিলুপ্ত ঘোষণা করেছিল সরকার। এর ১০ দিন পর সরকার আজ জেলা পরিষদে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত জানালো।

পরিষদ ভেঙে দেওয়ায় গত কয়েকদিন ধরে প্রশাসনিক ও আর্থিক বিষয়ে তদারকি করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তারা।

আজ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম এক বিবৃতিতে বলেন, '৬১টি জেলায় সদ্য বিদায়ী চেয়ারম্যানদের স্ব স্ব জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছি।'

'নির্বাচনের মাধ্যমে নতুন জেলা পরিষদ গঠন না হওয়া পর্যন্ত প্রশাসকরা তাদের দায়িত্ব পালন করবেন,' বলেন তিনি।

২০১৬ সালের ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত প্রথম জেলা পরিষদ নির্বাচনের মাধ্যমে জেলা পরিষদগুলো পুনরুজ্জীবিত করা হয়।

ওই নির্বাচন প্রধান বিরোধী দলগুলো বয়কট করায় ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা ২৫টি জেলার চেয়ারম্যান হন। এছাড়া ১৩ জেলায় স্বতন্ত্র হিসেবে যারা জয়ী হন, তারাও স্থানীয় আওয়ামী লীগ নেতা।

২১ জেলায় আওয়ামী লীগ নেতারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। পরে আরও দুটি জেলায় ভোট অনুষ্ঠিত হয়।

Comments

The Daily Star  | English

BNP rally begins at Nayapaltan

The rally will conclude at Manik Mia Avenue, where the closing speech will be delivered by Tarique Rahman

19m ago