৮ যাত্রী নিয়ে ভারতের উদ্দেশে ঢাকা ছেড়েছে মিতালী এক্সপ্রেস
বাংলাদেশ ও ভারতের মধ্যে তৃতীয় যাত্রীবাহী ট্রেন মিতালী এক্সপ্রেস ঢাকা থেকে প্রথম যাত্রায় ৮ জন যাত্রী নিয়ে ভারতের উদ্দেশে রওনা দিয়েছে।
আজ বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে ট্রেনটি ঢাকা ছেড়ে যায়।
স্টেশন ম্যানেজার লিটন দে দ্য ডেইলি স্টারকে বলেন, বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা ও কর্মচারীরা স্টেশনে যাত্রীদের ফুল দিয়ে স্বাগত জানান।
নতুন ট্রেনটি বুধবার নিউ জলপাইগুড়ি থেকে তার প্রথম যাত্রা শুরু করে এবং একই দিন রাত ১১টা ৫৫ মিনিটে ঢাকায় পৌঁছায়।
বাংলাদেশ রেলওয়ে সূত্র জানিয়েছে, ২৪ মে থেকে ট্রেনের টিকিট বিক্রি শুরু হলেও গত সোমবার থেকে চিলাহাটি-হলদিবাড়ি রুট ব্যবহারের অনুমতি দিয়েছে ভারত।
এ কারণে অনেকে ট্রেনের টিকিট কাটতে পারেননি এবং তা না হলে প্রথম দিনে যাত্রীর সংখ্যা এত কম হতো না, বলেন তারা। তবে যাত্রীর সংখ্যা শিগগিরই বাড়বে বলেও জানান তারা।
Comments