১২ যাত্রী নিয়ে ঢাকায় মিতালী এক্সপ্রেস

দীর্ঘ ৫৭ বছর পর চিলাহাটি-হলদিবাড়ি রেল লিঙ্ক দিয়ে ভারত থেকে ঢাকায় এসেছে মিতালী এক্সপ্রেস। আজ বুধবার রাত ১০টা ৫৫ মিনিটে ট্রেনটি রাজধানীর ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছায়।
বুধবার দুপুরে ভারতের সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের চিলাহাটি স্টেশনে প্রবেশ করে মিতালী এক্সপ্রেস। ছবি: সংগৃহীত

দীর্ঘ ৫৭ বছর পর চিলাহাটি-হলদিবাড়ি রেল লিঙ্ক দিয়ে ভারত থেকে ঢাকায় এসেছে মিতালী এক্সপ্রেস। আজ বুধবার রাত ১০টা ৫৫ মিনিটে ট্রেনটি রাজধানীর ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছায়।

ট্রেনটি মোট ১২ জন যাত্রী নিয়ে ঢাকায় পৌঁছায় বলে ক্যান্টনমেন্ট স্টেশনের ম্যানেজার লিটন দে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

ট্রেনটি পৌঁছানোর পর বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা স্টেশনে যাত্রীদের ফুল দিয়ে স্বাগত জানান।

রেল সূত্র জানায়, মিতালী এক্সপ্রেস বুধবার দুপুর পৌনে ১২টায় ভারতের নিউ জলপাইগুড়ি থেকে যাত্রা শুরু করে। দুপুর ২টা ১০ মিনিটে ২ দেশের আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে এটি চিলাহাটি স্টেশনে পৌঁছায়।

চিলাহাটি স্টেশনের স্টেশন মাস্টার রুহুল আমীন দ্য ডেইলি স্টারকে জানান, সেখানে ট্রেনটির ৩০ মিনিট যাত্রাবিরতিকালে নিয়মানুযায়ী ভারতীয় ডিজেলচালিত রেল ইঞ্জিনের পরিবর্তে বাংলাদেশের একটি ইঞ্জিন জুড়ে দেওয়া হয়।

চিলাহাটি থেকে লোকোমোটিভ মাস্টার বি এম শহীদুল ইসলাম ও মো. শাহজাহান ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে ট্রেনটি পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন। ফিরতি যাত্রায় মিতালী এক্সপ্রেস বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় ক্যান্টনমেন্ট স্টেশন ছেড়ে যাবে এবং পরদিন শুক্রবার সকাল সোয়া ৭টায় নিউ জলপাইগুড়ি পৌঁছাবে।

Comments