সিডনিতে লকডাউন বিরোধী কয়েক হাজার মানুষের বিক্ষোভ

অস্ট্রেলিয়ার বাণিজ্য নগরী সিডনির প্রাণকেন্দ্রে লকডাউনের বিরুদ্ধে কয়েক হাজার মানুষ বিক্ষোভ করেছেন। আজ শনিবার হাতে প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার নিয়ে রাস্তায় নেমে তারা লকডাউনবিরোধী স্লোগান দেন। প্রতিবাদের অংশ হিসেবে বিক্ষোভকারীরা রাস্তায় মাস্ক ছুঁড়ে ফেলেন
ছবি: রয়টার্স

অস্ট্রেলিয়ার বাণিজ্য নগরী সিডনির প্রাণকেন্দ্রে লকডাউনের বিরুদ্ধে কয়েক হাজার মানুষ বিক্ষোভ করেছেন। আজ শনিবার হাতে প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার নিয়ে রাস্তায় নেমে তারা লকডাউনবিরোধী স্লোগান দেন। প্রতিবাদের অংশ হিসেবে বিক্ষোভকারীরা রাস্তায় মাস্ক ছুঁড়ে ফেলেন

সিডনি ইউনিভার্সিটির ভিক্টোরিয়া পার্ক থেকে যাত্রা শুরু করে লকডাউনবিরোধী বিক্ষোভকারীরা। তাদের লক্ষ্য ছিল, টাউন হলে গিয়ে বিক্ষোভ সমাবেশ করবে কিন্তু দাঙ্গা পুলিশ ও অশ্বারোহী বিশেষ ট্রেনিংপ্রাপ্ত পুলিশ তাদের মাঝ পথেই থামিয়ে দেয়। এই সময় মিছিলকারীরা তাদের হাতের পানির বোতল ও রাস্তার পাশ থেকে গাছ তুলে পুলিশের দিকে ছুঁড়ে মারেন। তারা তাদের সঙ্গে নেওয়া কালো রঙ পুলিশের গায়ে মাখিয়ে দেন। মিছিল চলাকালীন পুলিশের কয়েকটি হেলিকপ্টার আকাশে উড়তে দেখা যায়।

এমন একটি বিক্ষোভ হতে পারে বলে আশংকা করছিলেন রাজ্য সরকার। প্রতিদিন সকাল ১১টায় নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার গ্ল্যাডিস বেরেজিক্লিয়ান যখন লাইভে এসে প্রতিদিনের করোনা আপডেট দেন তখনই ঘরবন্দি মানুষেরা হাজার হাজার বিরূপ মন্তব্য করতে থাকেন।

প্রতিবাদকারীদের অভিযোগ, লকডাউনের সময় তারা কোনো কাজ করতে পারছে না এবং অধিকাংশ মানুষ কাজ হারিয়েছেন। সরকার যে অনুদান দিচ্ছে তা যথেষ্ট নয়। এ ছাড়াও ঘরবন্দি থাকার কারণে তারা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন।

নিউ সাউথ ওয়েলসের পুলিশমন্ত্রী ডেভিড এলিয়ট সাড়ে ৩ হাজার বিক্ষোভকারীকে শনাক্ত করতে ২২ জন গোয়েন্দার সমন্বয়ে একটি স্ট্রাইক ফোর্স গঠনের ঘোষণা দিয়েছেন। সাংবাদিকদের তিনি বলেন, 'এখন পর্যন্ত ৫০টিরও বেশি আইন লঙ্ঘনের নোটিশ জারি করা হয়েছে এবং ৫৭টি অভিযোগ আনা হয়েছে। আশা করছি ৩ হাজার ৫০০ জনের বিরুদ্ধে আইন লঙ্ঘনের বিজ্ঞপ্তি জারি করা হবে।'

প্রিমিয়ার গ্ল্যাডিস বেরেজিক্লিয়ান এক বিবৃতিতে জানান, প্রতিবাদকারীরা তাদের সহকর্মী নাগরিকের প্রতি সম্পূর্ণ অবজ্ঞা দেখিয়েছেন। লকডাউন চলাকালীন এই ধরনের কার্যকলাপ সহ্য করা হবে না এবং যে কেউ এই ধরনের অবৈধ কার্যকলাপে লিপ্ত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একই দিনে এবং একই সময়ে মেলবোর্ন ও ব্রিসবেনেও লকডাউন বিরোধী বিক্ষোভ হয়েছে।

আকিদুল ইসলাম: অস্ট্রেলিয়া প্রবাসী লেখক, সাংবাদিক

Comments

The Daily Star  | English

Dhaka denounces US 2023 human rights report

Criticising the recently released US State Department's 2023 Human Rights Report, the foreign ministry today said it is apparent that the report mostly relies on assumptions and unsubstantiated allegations

1h ago