টরোন্টোয় স্কুলের সামনে পুলিশের গুলিতে ‘বন্দুকধারী’ নিহত

টরোন্টোয় একটি স্কুলের সামনে এক ‘বন্দুকধারী’কে গুলি করে হত্যার পর পুলিশ সেই এলাকা ঘিরে ফেলে। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের টেক্সাসের স্কুলে বন্দুকধারীর গুলিতে ১৯ শিশু ও ২ শিক্ষক নিহতের পর কানাডার টরোন্টোয় স্কুলের সামনে এক 'বন্দুকধারী'কে গুলি করে হত্যা করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার কানাডার গণমাধ্যম সিবিসি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, টরোন্টোর স্কারবোরোর পোর্ট ইউনিয়ন এলাকায় ম্যাবারলি ক্রিসেন্ট ও ইস্ট অ্যাভিনিউয়ের কাছে এ ঘটনা ঘটে।

টরোন্টোর পুলিশ প্রধান জেমস র‌্যামার গণমাধ্যমকে বলেন, 'ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ বিষয়ে বিস্তারিত বলতে নিষেধ করেছে। স্পেশাল ইনভেস্টিগেশনস ইউনিট (এসআইইউ) ঘটনার তদন্ত করছে।'

পুলিশ সূত্র প্রাথমিকভাবে বলেছে, এক ব্যক্তি 'রাইফেল' হাতে সেই এলাকা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। টেক্সাসের ঘটনার ২ দিন পর এমন ঘটনায় সবাই উদ্বিগ্ন।

এসআইইউ'র এক মুখপাত্র গণমাধ্যমকে বলেন, জানা গেছে ২ পুলিশ সদস্য সন্দেহভাজন ব্যক্তিকে গুলি করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

'ঘটনাস্থল থেকে একটি লম্বা নলওয়ালা আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে,' উল্লেখ করে তিনি আরও বলেন, 'তবে এখনো নিশ্চিত হওয়া যায়নি পুলিশ গুলি করার সময় সন্দেহভাজন ব্যক্তির হাতে আগ্নেয়াস্ত্র ছিল কি না।'

স্থানীয় সময় দুপুর ২টার দিকে পুলিশ জানায়, 'জন-নিরাপত্তায় কোনো হুমকি নেই'।

টরোন্টো পুলিশ প্রধান বলেছেন, সতর্কতা হিসেবে আশপাশের এলাকায় চলাচল বন্ধ করে দেওয়া হয়।

ঘটনাস্থলের কাছে ইউলিয়াম জি ড্যাভিস স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ইনায়া জামান সিবিসি নিউজকে বলে, 'হট্টগোল শুনে স্কুলের অনেকে খুব আতঙ্কিত হয়ে পড়ে।'

একই ক্লাসের আনিলা লিমানোস্ক বলে, 'এটা খুবই ভয়ে বিষয় ছিল।'

পুলিশ সেই এলাকায় টহল বাড়ানোর ঘোষণা দিয়েছে।

Comments

The Daily Star  | English

Wrap up polls preparations by December

Chief Adviser Prof Muhammad Yunus yesterday ordered the authorities concerned to complete, by December, the preparations for the upcoming national election.

3h ago