ইউক্রেনকে ‘প্রাণঘাতী’ সহায়তা দেবে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, অস্ট্রেলিয়ায় রাশিয়ান কূটনীতিকদের বহিষ্কারসহ পরবর্তী ব্যবস্থা নেওয়ার বিষয়ে সরকার বিবেচনা করছে।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। ছবি: এএফপি

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, অস্ট্রেলিয়ায় রাশিয়ান কূটনীতিকদের বহিষ্কারসহ পরবর্তী ব্যবস্থা নেওয়ার বিষয়ে সরকার বিবেচনা করছে।

তিনি আজ রোববার গণমাধ্যমকে বলেন, 'আমরা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তার পররাষ্ট্রমন্ত্রীর সের্গেই ল্যাভরভের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। আমরা নিষেধাজ্ঞার তালিকায় আরও নাম যুক্ত করতে থাকব।'

অস্ট্রেলিয়ায় রাশিয়ান দূতাবাসের ব্যাপারেও খুব দ্রুত 'কঠোর' সিদ্ধান্ত নেওয়া হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন মরিসন।

মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন এবং কানাডা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে 'শাস্তি' দেওয়ার যে ঘোষণা দিয়েছে, অস্ট্রেলিয়া প্রথম থেকেই সেটা অনুসরণ করছে।

গত রোববার অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মারিস পেইন ঘোষণা দেন, রাশিয়ার পার্লামেন্টের ৩৩৯ জন সদস্যের বিরুদ্ধে ফেডারেল সরকার নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের পাশাপাশি তার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করবেন।

ওই দিন তিনি বলেন, 'ইউক্রেন আক্রমণে সহায়তাকারী বেলারুশ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপরও অস্ট্রেলিয়া নিষেধাজ্ঞা আরোপ করছে এবং রাশিয়া তার প্রতিবেশীর ওপর একটি অযৌক্তিক আক্রমণের জন্য উচ্চ মূল্যের সম্মুখীন হবে।'

আজ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, 'আমরা ইতোমধ্যেই ইউক্রেনে অপ্রাণঘাতী সহায়তার পরিপ্রেক্ষিতে উল্লেখযোগ্য সহায়তা প্রদান করছি। কিন্তু আমি এইমাত্র প্রতিরক্ষামন্ত্রী পিটার ডাটনের সঙ্গে কথা বলেছি এবং আমরা আমাদের ন্যাটো অংশীদারদের মাধ্যমে প্রাণঘাতী সহায়তার জন্য যা কিছু করতে পারি তা দেওয়ার চেষ্টা করবো।'

আকিদুল ইসলাম: অস্ট্রেলিয়া প্রবাসী লেখক, সাংবাদিক

Comments

The Daily Star  | English

Over 60pc voter turnout in first phase

No major incident of violence reported; Modi expected to win rare third term

1h ago