বেলারুশের বিরুদ্ধে ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

ছবি: রয়টার্স

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনে সমর্থনকারীর ভূমিকা রাখার অভিযোগে বেলারুশের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার অনুমোদন দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকরা। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এক বিবৃতিতে বলা হয়েছে, নিষেধাজ্ঞাগুলো কিছু অর্থনৈতিক খাত বিশেষ করে কাঠ ও ইস্পাত খাতে প্রভাব ফেলবে।

ইইউর এক কর্মকর্তা চলতি সপ্তাহে বলেন, মিনস্কের ওপর আরোপিত নতুন নিষেধাজ্ঞার অন্যতম লক্ষ্য হচ্ছে ইইউতে বেলারুশের পণ্য রপ্তানি বন্ধ করা। এর আগে, ২০২০ সালের আগস্টে নির্বাচনের পর প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বিক্ষোভে দমন-পীড়ন চালানোর পর ইইউ নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, এই উদ্যোগগুলো কার্যকরে ইইউ'র অফিসিয়াল জার্নাল প্রকাশিত হবে। তবে, জার্নাল প্রকাশের সঠিক সময় জানানো হয়নি।

রয়টার্স বলছে, ইইউ ইতোমধ্যে বেলারুশের পটাশ, পটাসিয়াম দিয়ে তৈরি সার এবং তেল জাতীয় পণ্য রপ্তানি নিষিদ্ধ করেছে। তবে, কূটনীতিকরা বলছেন- বেলারুশ এখনো ইউক্রেনের মাধ্যমে ইইউতে পটাশ রপ্তানি করছে এবং কয়লা থেকে প্রাপ্ত তেল পণ্যগুলোর ইইউতে রপ্তানি বাড়িয়েছে।

Comments

The Daily Star  | English

Parts of JP HQ set on fire

Protesters linked to Gono Odhikar Parishad demand ban on JP, accuse it of siding with Awami League

5h ago