বৈশ্বিক খাদ্যের জন্য ‘বিপর্যয়কর’ হবে ইউক্রেন যুদ্ধ

ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে ইরপিন শহরে রুশ সেনাদের ক্রমাগত ক্ষেপণাস্ত্র হামলা থেকে বাঁচতে শিশুকে নিয়ে ঘর ছাড়ছেন এক ব্যক্তি। ছবি: রয়টার্স

বিশ্বের অন্যতম বড় সার কোম্পানি ইয়ারার প্রধান ভেইন টোরে হোলসেথার বলেছেন, ইউক্রেনের যুদ্ধ বিশ্বব্যাপী খাদ্য সরবরাহ ও খাদ্যপণ্যের দামে প্রভাব ফেলবে। বিবিসিকে এ কথা বলেন তিনি।

ভেইন টোরে হোলসেথার বলেন, গ্যাসের দাম আকাশছোঁয়া হওয়ায় রাশিয়ান আগ্রাসনের আগে থেকেই সারের দাম বেশি ছিল। তা এখন আরও বাড়তে পারে।

ইয়ারা বিশ্বের ৬০ টিরও বেশি দেশে কাজ করে এবং রাশিয়া থেকে প্রচুর প্রয়োজনীয় কাঁচামাল কিনে।

হোলসেথার বিবিসিকে বলেন, যুদ্ধের আগে থেকেই আমরা কঠিন পরিস্থিতিতে ছিলাম। আর এখন সরবরাহ প্রক্রিয়ায় অতিরিক্ত জটিলতা দেখা দিয়েছে। আমরা এমন একটি সময়ে আছি যখন উত্তর গোলার্ধের জন্য চলতি মৌসুম খুবই গুরুত্বপূর্ণ এবং সেখানে প্রচুর সার প্রয়োজন। কিন্তু, যুদ্ধের কারণে তা প্রভাবিত হবে।

রাশিয়া প্রচুর পরিমাণে পটাশ এবং ফসফেট উত্পাদন করে। এ দুটি সারের মূল উপাদান যা উদ্ভিদ ও ফসলের উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে।

হোলসেথার বলেন, আমি বলতে চাই- আমরা শুধু বিশ্বব্যাপী খাদ্য সংকটের দিকে যাচ্ছি তা নয়, তারচেয়ে গুরুত্বপূর্ণ হলো এটি কত বড় সংকট হবে।

Comments