মারিউপোলে গেরিলাদের হাতে বেশ কয়েকজন রুশ কর্মকর্তা নিহত: ইউক্রেন

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী মারিউপোলে গেরিলা যোদ্ধাদের হাতে বেশ কয়েকজন উচ্চপদস্থ রুশ কর্মকর্তা ‘নিহত’ হয়েছেন বলে দাবি করেছে আঞ্চলিক প্রশাসন।
ছবি: রয়টার্স ফাইল ফটো

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী মারিউপোলে গেরিলা যোদ্ধাদের হাতে বেশ কয়েকজন উচ্চপদস্থ রুশ কর্মকর্তা 'নিহত' হয়েছেন বলে দাবি করেছে আঞ্চলিক প্রশাসন।

আজ বুধবার তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম টিআরটি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন মতে, মারিউপোলের আঞ্চলিক প্রশাসন সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক বার্তায় ইউক্রেনীয় গেরিলাদের হাতে রুশ কর্মকর্তাদের নিহত হওয়ার দাবি করে।

বার্তায় আরও বলা হয়, রুশ দখলদাররা পরিস্থিতি লুকানোর চেষ্টা করছে। তারা প্রাইভেটকার থামিয়ে সেগুলোকে নিবিড়ভাবে তল্লাশি করছে। মনে হচ্ছে, তারা গেরিলাদের খুঁজছে।

প্রতিবেদনে আরও বলা হয়, রুশ কর্মকর্তাদের 'নিহতের' বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। এমনকি, এ তথ্য তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

ইউক্রেনে যুদ্ধের শুরু থেকেই দেশটির প্রশাসন বেশ কয়েকজন রুশ জেনারেল ও কর্মকর্তাকে হত্যার দাবি করেছে।

তবে বেশিরভাগ দাবির বিপরীতে ক্রেমলিন থেকে এসেছে নীরবতা। মাত্র অল্প কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহতের কথা স্বীকার করেছে রাশিয়া।

প্রায় ৩ মাস রুশ আক্রমণের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে অবশেষে পতনের দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে মারিউপোল। গতকাল ইউক্রেনের বাহিনী ও নিবন্ধিত ভাড়াটে সেনারা যুদ্ধবিধ্বস্ত শহরটির 'শেষ যুদ্ধক্ষেত্র' হিসেবে বিবেচিত আজভস্টল ইস্পাত কারখানা ছেড়ে চলে গেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কারখানা ছেড়ে যাওয়া সেনাদের প্রথমে তল্লাশি করে রুশ বাহিনী। তারপর, তাদেরকে পাহারা দিয়ে বিভিন্ন যানবাহনে মস্কোর সমর্থনপুষ্ট বিচ্ছিন্নতাবাদীদের দখলে থাকা ২টি শহরে নিয়ে যাওয়া হয়।

Comments

The Daily Star  | English

Mercury hits 42.7°C in Chuadanga, season's highest

Chuadanga today recorded the highest temperature of this season at 42.7 degree Celsius

48m ago