রাশিয়ার সঙ্গে রুপি-রুবলে বাণিজ্য শুরু করতে প্রস্তুত ভারত
ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের (এফআইইও) সভাপতি এ শক্তিভেল জানিয়েছেন, ডলারের বদলে রাশিয়া ও ভারতের মধ্যে সরাসরি রুপি-রুবলে বাণিজ্য শুরু করতে যাচ্ছে ভারত। চলতি সপ্তাহেই এই ব্যবস্থা চালু হতে পারে।
গত বুধবার তিনি সিএনবিসিকে এ তথ্য জানিয়েছেন বলে আজ সোমবার রুশ সংবাদমাধ্যম আরটির প্রতিবেদনে বলা হয়েছে।
এই ব্যবস্থার ফলে ভারত ও রাশিয়া ডলারের বদলে যার যার দেশীয় মুদ্রায় আর্থিক লেনদেন করতে পারবে। ইউক্রেন ইস্যুতে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়া মার্কিন মুদ্রা ব্যবহার করতে পারছে না।
শক্তিভেল জানিয়েছেন, ভারত সরকার ৫টি পর্যন্ত ভারতীয় ব্যাংককে রুপি-রুবেল বাণিজ্য ব্যবস্থায় নিযুক্ত করার অনুমতি দেওয়ার প্রস্তাব নিয়ে কাজ করছে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, অর্থমন্ত্রী এবং ব্যাংকগুলোর মধ্যে এ বিষয়ে আলোচনা হয়েছে।
শক্তিভেলের মতে, রাশিয়া এখন যেহেতু নিষেধাজ্ঞার মধ্যে আছে, সেহেতু ভারতীয় অর্থনীতি সেখানে লাভবান হতে পারে। ভারতীয় রপ্তানিকারতকরা এখন চাইলে রাশিয়ার বাজারে ভালো অবস্থান তৈরি করতে পারবে।
তবে ভারতের অর্থ মন্ত্রণালয় এবং ভারতীয় রিজার্ভ ব্যাংক এখনও নতুন বাণিজ্য ব্যবস্থা সম্পর্কে কোনো মন্তব্য করেনি।
Comments