রুশ জেনারেলদের হত্যায় ইউক্রেনকে তথ্য দিয়ে সহায়তা করছে যুক্তরাষ্ট্র: নিউইয়র্ক টাইমস
ইউক্রেনে চলমান যুদ্ধে রুশ জেনারেলদের হত্যায় যুক্তরাষ্ট্র ইউক্রেনীয় সেনাদের তথ্য দিয়ে সহায়তা করছে বলে নিউইয়র্ক টাইমস'র প্রতিবেদনে বলা হয়েছে।
গতকাল বুধবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
সংবাদ প্রতিবেদনে বলা হয়, জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানিয়েছে—ইউক্রেনে রুশ বাহিনীর অবস্থান ও সম্ভাব্য গতিবিধি সম্পর্কে ওয়াশিংটন ইউক্রেনীয় সেনাদের তথ্য দিয়ে সহায়তা করেছে।
এতে আরও বলা হয়, নিজ দেশের গোয়েন্দাদের তথ্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের দেওয়া তথ্য মিলিয়ে ইউক্রেন রুশ বাহিনীর ওপর হামলা চালিয়েছে। সেসব হামলায় রুশ সামরিক কর্মকর্তারা নিহত হন।
তবে এ বিষয়ে হোয়াইট হাউস ও মার্কিন সেনাবাহিনীর সদরদপ্তর পেন্টাগন রয়টার্সের কাছে কোনো মন্তব্য করেনি।
নিউইয়র্ক টাইমস'র প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনীয় কর্মকর্তাদের দাবি অনুসারে যুদ্ধক্ষেত্রে ১২ জনের মতো রুশ জেনারেল নিহত হয়েছেন।
এতে আরও বলা হয়, মার্কিন গোয়েন্দাদের তথ্য পেয়ে ইউক্রেনীয় সেনারা ঠিক কতজন রুশ জেনারেলকে হত্যা করেছে সে বিষয়ে মার্কিন কর্মকর্তারা কোনো তথ্য দিতে রাজি হননি।
Comments