সেভেরোদোনেৎস্কের উপকণ্ঠে রুশ সেনা, চলছে তীব্র লড়াই

ছবি: সংগৃহীত

ইউক্রেনের পূর্বাঞ্চলের লুহানস্কের সেভেরোদোনেৎস্ক শহরের উপকণ্ঠে ঢুকে পড়েছে রুশ সেনারা। সেখানে তীব্র লড়াই চলছে বলে জানিয়েছেন লুহানস্কের আঞ্চলিক গভর্নর সেরহি গাইদাই।

আজ সোমবার রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রাশিয়ার সেনারা সেভেরোদোনেৎস্ক শহরের দক্ষিণ-পূর্ব এবং উত্তর-পূর্ব প্রান্তে অগ্রসর হয়েছে উল্লেখ করে গভর্নর বলেন, 'রুশরা একই কৌশল বারবার ব্যবহার করে। তারা কয়েক ঘণ্টা ধরে একটানা গোলাগুলি চালায় এবং তারপর হামলা করে।'

'যারা হামলা চালায়, তারা নিহত হয়। তারপর যতক্ষণ না তারা কোথাও প্রবেশ করে, ততক্ষণ গোলাগুলি ও আক্রমণ আবার চলতে থাকে', যোগ করেন তিনি।

শহরের উপকণ্ঠে 'মৃত্যুর ভয়ানক গন্ধ' ছড়িয়ে পড়ছে বলে উল্লেখ করেন সেরহি গাইদাই।

এদিকে, টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সেভেরোদোনেৎস্ক দখলকে দখলকারীদের জন্য অতি গুরুত্বপূর্ণ কাজ হিসেবে উল্লেখ করে বলেন, 'ইউক্রেন রুশ সেনাদের অগ্রগতি থামাতে যথাসাধ্য চেষ্টা করছে'।

'৯০ শতাংশের মতো ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরের আবাসনের দুই-তৃতীয়াংশেরও বেশি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে', তিনি জানান। 

Comments

The Daily Star  | English

NCC ex-mayor Selina Hayat Ivy arrested

She was arrested around 5:45am today following a night-long raid at her Deobhog residence

32m ago