ইউক্রেনের ৭ শহরে ‘গোলাবর্ষণের শব্দ’

ছবি: রয়টার্স

গত এক মাসেরও বেশি সময় ধরে ইউক্রেনের সীমান্তে রুশ বাহিনী অবস্থান নেওয়ায় পূর্ব ইউরোপের এ অঞ্চলে উত্তেজনা বিরাজ করছিল।

আজ বৃহস্পতিবার সকালে টেলিভিশনে দেওয়া ভাষণে ইউক্রেনে 'বিশেষ সামরিক বাহিনী' পাঠানোর নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ইউক্রেনের ন্যাটো সদস্যপদ নেওয়ার আকাঙ্ক্ষা ও পূর্ব ইউরোপে ন্যাটোর শক্তি বাড়ানোর বিষয়ে আপত্তি জানিয়েছে রাশিয়া। ইতোমধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইউক্রেন কর্তৃপক্ষ একাধিকবার সতর্ক করেন, যে কোনো মুহূর্তে আক্রমণ চালাতে পারে রাশিয়া। তবে ইউক্রেন আক্রমণের কোনো ইচ্ছা বা পরিকল্পনা নেই, এমনটাই বারবার বলে এসেছেন পুতিন।

পুতিনের ভাষণের পর থেকেই দেশটির বিভিন্ন জায়গায় বিস্ফোরণের শব্দ শোনার কথা জানা যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিভিন্ন গণমাধ্যমকর্মীরাও বিস্ফোরণের শব্দ শোনার তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

কিয়েভ
গণমাধ্যমকর্মীরা ইউক্রেনের রাজধানীর পূর্ব দিকে অবস্থিত আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি এলাকায় বড় আকারের বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই পূর্ব দিকের বোরিস্পিল এলাকায় বেশ কয়েকটি বিস্ফোরণের কথা উল্লেখ করেছেন।

মূল শহর থেকে ২৫ কিলোমিটার (১৫ মাইল) দূরে আন্তর্জাতিক বিমানবন্দরের অবস্থান। তবে বিমানবন্দরে কোনো হামলা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

খারকিভ
দেশের উত্তর-পূর্ব দিকে অবস্থিত ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে ধারাবাহিকভাবে জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে। 

ক্রামাটোরস্ক
রাশিয়ার কাছ থেকে সদ্য স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি পাওয়া দোনেস্ক থেকে ১২০ কিলোমিটার (৭৫ মাইল) দূরে অবস্থিত এ শহরের ২ বাসিন্দা বার্তাসংস্থা সিএনএনকে জানিয়েছেন তারা কমপক্ষে দুটি বড় আকারের বিস্ফোরণের শব্দ পেয়েছেন।

ডিনিপ্রো
ডিনিপ্রোর একজন বাসিন্দা জানান তিনি 'কয়েকটি বিস্ফোরণ' শুনেছেন।

মারিউপোল
শহরের পূর্ব প্রান্তে বিস্ফোরণের শব্দ পেয়েছেন বলে জানান শহরের ২ বাসিন্দা। মারিউপোল দেশের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। 

ওডেসা
কৃষ্ণ সাগরের এই বন্দর নগরীতে সিএনএন-এর সাংবাদিকরা ২০ মিনিটের ব্যবধানে ২ দফা বিস্ফোরণের শব্দ পেয়েছে। প্রতি দফায় বেশ কয়েকবার করে বিস্ফোরণের শব্দ শোনা যায়।

জাপোরিঝজিয়া 
ইউক্রেনের দক্ষিণ পূর্বে অবস্থিত এ শহরের বাসিন্দারা বেশ দূরে থেকে একটি বিস্ফোরণের শব্দ পেয়েছেন।

এ ছাড়া, খারকিভের ৮০ কিলোমিটার দূরে অবস্থিত রুশ শহর বেলগোরোদ থেকে নিয়মিত বিরতিতে কামানের গোলাবর্ষণের মুহুর্মুহু শব্দ শুনতে পাওয়ার দাবি করেছেন অনেকে।

তবে বিভিন্ন জায়গা থেকে বিস্ফোরণ ও গোলাবর্ষণের শব্দ শোনা গেলেও, এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Comments

The Daily Star  | English

JP, Gono Odhikar clash in Kakrail

Leaders and activists of Jatiya Party and Gono Odhikar Parishad clashed in front of the former’s central office in the capital’s Kakrail yesterday.

2h ago