ইউক্রেনে হামলা শুরু করেছে রাশিয়া
সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষ ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া।
আজ বৃহস্পতিবার সকালে এই অভিযান শুরু হয়।
রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ'র বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, অভিযানে রাশিয়া ইউক্রেনের সামরিক স্থাপনাগুলোর ওপর হামলা শুরু করেছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেনের শহরগুলোতে হামলার কথা অস্বীকার করে বলেছে, শুধুমাত্র সেখানকার সামরিক স্থাপনা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও 'ধ্বংসাত্মক অস্ত্রধারী' বিমান বাহিনীকে লক্ষ্য করা হচ্ছে।
Comments