ইউক্রেনকে ড্রোন দিতে লিথুয়ানিয়ার ৫৪ লাখ ডলারের তহবিল

তুরস্কের ‘বেইরাকতার’ ড্রোন কিনে ইউক্রেনকে দেওয়ার জন্য মাত্র ৩ দিনে ৫৪ লাখ ডলার সংগ্রহ করেছে বাল্টিক অঞ্চলের সাবেক সোভিয়েত রাজ্য লিথুয়ানিয়ার জনগণ।
টিবি-২২ মডেলের মনুষ্যবিহীন বেইরাকতার’ড্রোন
টিবি-২২ মডেলের মনুষ্যবিহীন বেইরাকতার’ড্রোন। ফাইল ছবি: রয়টার্স

তুরস্কের 'বেইরাকতার' ড্রোন কিনে ইউক্রেনকে দেওয়ার জন্য মাত্র ৩ দিনে ৫৪ লাখ ডলার সংগ্রহ করেছে বাল্টিক অঞ্চলের সাবেক সোভিয়েত রাজ্য লিথুয়ানিয়ার জনগণ।

গতকাল শনিবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, লিথুয়ানিয়া ও তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের 'সবুজ সংকেত' পাওয়ার পর লিথুয়ানিয়াতে ব্যক্তিগত উদ্যোগে 'অর্থ সংগ্রহ' শুরু হয়।

এতে আরও বলা হয়, লিথুয়ানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা তুরস্কের সঙ্গে চুক্তি করতে শিগগির আঙ্কারা যাবেন।

সাংবাদিক আন্দ্রিয়াস তাপিনাসের এই উদ্যোগের খবর মাত্র ২৮ লাখ নাগরিকের দেশটিতে দ্রুত ছড়িয়ে পড়ে। হাজার হাজার মানুষ অর্থ সহায়তায় এগিয়ে আসেন। তাদের মধ্যে তরুণ, বৃদ্ধ এমনকি, দেশটির সাবেক প্রেসিডেন্ট ডালিয়া গ্রিবাউসকাইতিও রয়েছেন।

লিথুয়ানিয়ার সাংবাদিক আন্দ্রিয়াস তাপিনাস
লিথুয়ানিয়ার সাংবাদিক আন্দ্রিয়াস তাপিনাস। ছবি: সংগৃহীত

তাপিনাস গণমাধ্যমকে বলেন, 'ইউক্রেনে অস্ত্র পাঠাতে ইউরোপের অনিচ্ছা চেয়ে চেয়ে দেখতে হবে তা লিথুয়ানিয়ার জনগণ চায়নি।'

উদ্যোগটিকে 'চমৎকার' হিসেবে উল্লেখ করে লিথুয়ানিয়ায় নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত পেত্রো বেশতা গণমাধ্যমকে বলেন, 'বেইরাকতার ড্রোনগুলো দ্রুত হাতে আসুক এই অপেক্ষায় আছি।'

 

Comments