তুরস্কে ৫.৮ মাত্রার ভূমিকম্প, ১ জনের মৃত্যু

ভূমিকম্প। প্রতীকী ছবি: স্টার গ্রাফিক্স
ভূমিকম্প। প্রতীকী ছবি: স্টার গ্রাফিক্স

তুরস্কের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মারমারিস এলাকায় আজ ভোরে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে একজন মারা গেছেন, আহত হয়েছেন অন্তত ৭০ জন।

আজ মঙ্গলবার বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে। 

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করে জানান, আকস্মিক ভূমিকম্পের ভয়াবহতায় আতঙ্কিত হয়ে ১৪ বছর বয়সী এক কিশোরী প্রাণ হারিয়েছে। 'প্যানিক অ্যাটাক' থেকে তার মৃত্যু হয় বলে জানান তিনি।

অন্যদিকে দৌড়ে নিরাপদ অবস্থানে পৌঁছানোর প্রচেষ্টায় মুগলা প্রদেশে অন্তত ৭০ জন আহত হয়েছে বলেও জানান মন্ত্রী।

তিনি জানান, প্রাথমিক তথ্যে জানা গেছে ভূমিকম্পে কোনো ভবনের ক্ষতি হয়নি।

সোমবার দিবাগত রাত ২টা বেজে ১৭ মিনিটে (বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর ৫টা ১৭ মিনিট) মারমারিসের উপকূল থেকে ১০ কিলোমিটার দূরে ভূমিকম্পের উৎপত্তিস্থল বলে জানিয়েছে এএফএডি দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা।

Comments

The Daily Star  | English

‘People's will, not mine’

Yunus tells Malaysia's Bernama why he stepped into Bangladesh's political hot seat

10h ago