কিয়েভের দক্ষিণে তীব্র লড়াই হচ্ছে: সিএনএন

ছবি: রয়টার্স

রাজধানী কিয়েভ থেকে প্রায় ১০৫ কিলোমিটার (প্রায় ৬৫ মাইল) উত্তরে চেরনিহিভ শহরের চারপাশে রুশ ও ইউক্রেন বাহিনীর মধ্যে তীব্র লড়াইয়ের খবর পাওয়া গেছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

একটি ভিডিওতে দেখা গেছে, ইউক্রেনের নিরাপত্তা বাহিনীর আঞ্চলিক সদর দপ্তরে আগুন লেগেছে। সিএনএনকে একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, গভীর রাতেও এটি জ্বলছিল।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ওই এলাকায় যুদ্ধের কথা স্বীকার করে বলেছে, রুশ বাহিনী 'চেরনিহিভ শহরের অবরোধ শেষ করেছে'। মূলত এটি বন্ধ করে দেওয়া হয়েছে।

তবে ইউক্রেন বলছে, তাদের বাহিনী চেরনিহিভের আশপাশে অবস্থানরত রুশ সেনাদের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে এবং ৩০টিরও বেশি ট্যাংক ধ্বংস করেছে।

এর আগে, শুক্রবার ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রধান বলেন, ইউক্রেনের সামরিক বাহিনী প্রতিরক্ষা ব্যবস্থা ধরে রাখতে এবং চেরনিহিভে রুশ সেনাদের প্রতিহত করতে সক্ষম হয়েছে। চেরনিহিভ বেলারুশ থেকে কিয়েভ যাওয়ার প্রধান রুট।

এদিকে, ইউক্রেনের রাজধানীকে লক্ষ্য করে তিন দিক থেকে রাশিয়া স্থল হামলা চালাচ্ছে। কিন্তু, ইউক্রেন বলছে- তারা ইভানকিভের একটি সেতু ধ্বংস করে উত্তর-পশ্চিম থেকে রাশিয়ার অগ্রযাত্রাকে ধীর করে দিয়েছে। রাশিয়ার সেনারা উত্তর-পূর্বাঞ্চলে সুমির ওপর হামলা চালিয়েছে। কিয়েভের সঙ্গে যার একটি প্রধান সড়ক আছে।

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis' funeral

The chief adviser is visiting the Vatican to attend Pope Francis' funeral

2h ago