কিয়েভে প্রতিরোধ শুরু হয়েছে: মেয়র

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেছেন, রাশিয়ার সেনারা শহরে ঢুকে পড়ায় ইউক্রেনের রাজধানী এখন প্রতিরোধমূলক পর্যায়ে প্রবেশ করেছে।
এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেছেন বলে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
মেয়র আরও বলেন, 'শহরের আশেপাশে গুলি ও বিস্ফোরণ হচ্ছে। নাশকতাকারীরা ইতোমধ্যে কিয়েভে প্রবেশ করেছে। শত্রুরা রাজধানীকে দুর্বল বানিয়ে আমাদের ধ্বংস করতে চায়।'
আক্রমণ শুরুর দ্বিতীয় দিনে আজ কিয়েভে পৌঁছায় রাশিয়ার সেনারা। কিয়েভের সিটি সেন্টারের উত্তরে অবস্থিত ওবোলন এলাকার মধ্য দিয়ে রুশ ট্যাংক চলতে দেখা গেছে।
Comments