ছবিতে ইউক্রেনে রাশিয়ার হামলা

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেওয়ার পরই রাশিয়ার সামরিক ট্যাঙ্ক ইউক্রেনের দোনেৎস্কের দিকে অগ্রসর হয়। এর কিছুক্ষণ পর ইউক্রেনজুড়ে শোনা যায় বিস্ফোরণের শব্দ। দেশটির পররাষ্ট্রমন্ত্রী তখন সতর্ক করে দিয়ে বলেন, 'পূর্ণ মাত্রায় আক্রমণ" চলছে।
কয়েক সপ্তাহের গুরুত্বপূর্ণ কূটনৈতিক আলোচনা এবং রাশিয়ার ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করেও পুতিনকে আটকাতে সম্ভব হয়নি। ইউক্রেন সীমান্তে তিনি দেড় থেকে দুই লাখের মতো সৈন্য মোতায়েন করেছিলেন।

পুতিন ইউক্রেনের সৈন্যদের অস্ত্র জমা দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, এই অভিযানের ফলে ইউক্রেনের পূর্বাঞ্চলে একটি 'গণহত্যা' প্রত্যক্ষ করতে যাচ্ছে।
ক্রেমলিন এর আগে বলেছিল, পূর্ব ইউক্রেনের বিদ্রোহী নেতারা কিয়েভের বিরুদ্ধে মস্কোর কাছে সামরিক সাহায্য চেয়েছিল।

বৃহস্পতিবারের হামলার পরিসর তাৎক্ষণিকভাবে পরিষ্কার হওয়া যায়নি। তবে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেছেন, 'সবচেয়ে খারাপ পরিস্থিতি চলছে।'

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়াকে সতর্ক করে দিয়ে বলেছেন, এর 'পরিণাম' হিসেবে 'বিপর্যয়কর প্রাণহানি ও জনদুর্ভোগ হবে বলে জানিয়েছেন।
ইউক্রেনে রাশিয়ার 'বেপরোয়া এবং বিনা উসকানিতে' হামলার নিন্দা করেছেন ন্যাটো প্রধান।














Comments