ডেনমার্কে শপিংমলে বন্দুকধারীর হামলা, গ্রেপ্তার ১

বন্দুক হামলায় আতঙ্কিত পুরুষ-নারী শপিংমল থেকে বেরিয়ে আসছেন। ছবি: রয়টার্স

ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের একটি শপিংমলে বন্দুকধারী হামলা করেছে। এ ঘটনায় পুলিশ ১ জনকে গ্রেপ্তার করেছে।

ডেনিশ পুলিশের বরাত দিয়ে রোববার বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, কোপেনহেগেনের কেন্দ্র ও বিমানবন্দরের মধ্যে আমাগার ডিস্ট্রিক্টে "ফিল্ডস" শপিংমলের চারপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

চিফ পুলিশ ইন্সপেক্টর সোরেন থমাসেন সাংবাদিকদের বলেন, 'হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন এবং আমরা যতদূর জেনেছি যে বেশ কয়েকজন মারা গেছেন।'

তবে ঠিক কতজন আহত বা নিহত হয়েছেন তা তিনি উল্লেখ করেননি।

এক টুইট বার্তায় পুলিশ জানায়, 'আমরা ঘটনাস্থলে আছি। এখানে গুলি চালানো হয়েছে এবং এতে বেশ কয়েকজন আহত হয়েছে।'

এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। তবে তার পরিচয় উল্লেখ করা হয়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, 'গুলির শব্দ শোনার পর শতাধিক মানুষ শপিংমল থেকে বাইরে ছুটে আসেন।'

Comments

The Daily Star  | English
rohingya-migration

Myanmar solely responsible for creating favourable conditions for Rohingyas’ return: UN

11 Western countries stress lasting solution hinges on peace and stability in Myanmar

19m ago